1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান কাপ

১৮ আগস্ট ২০১২

জার্মান বুন্ডেসলিগা ক্লাব আউগসবুর্গ চতুর্থ ডিভিশনের দল ভিলহেল্ম্সসাফেনকে ২-০ গোলে হারিয়েছে৷ এই জয়ের পর জার্মান কাপের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছে আউগসবুর্গ৷

https://p.dw.com/p/15sFm
ছবি: picture-alliance/dpa

খেলার প্রথমার্ধে আরিস্টিড বন্সে এবং দ্বিতীয়ার্ধে নলেজ মুসনা আউগসবুর্গের পক্ষে গোল করেন৷ তবে চতুর্থ ডিভিশনের দলটি আউগসবুর্গের কাছ থেকে জয় কেড়ে নিতে কম চেষ্টা করেনি৷ কিন্তু প্রথমার্ধের ২৮ মিনিটে বন্সের গোল তাদের জয়ের প্রত্যশাকে দমিয়ে দেয়৷ বিরতির পর দ্বিতীয়ার্ধে অবশ্য আবারো খেলায় ফেরার চেষ্টা করে ভিলহেল্ম্সসাফেন৷ এই সময় সেদল কয়েকটি সুযোগ তৈরি করলেও জালে বল জড়াতে পারেনি৷ উপরন্তু আউগসবুর্গের জিম্বাবুইয়ান তারকা মুসনা দলের পক্ষে দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন৷

শুক্রবার অন্যান্য খেলায় আইনট্রাক্ট ব্রাউন্সভাইক এবং এসএফভি ফ্রাঙ্কফুর্ট জয় পেয়েছে৷ ব্রাউন্সভাইক চতুর্থ ডিভিশনের দল ল্যুবেককে ৩-০ গোলে হারিয়েছে৷ অন্যদিকে ফ্রাঙ্কফুর্ট ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে স্যোনেনহোফ গ্রোসাসপাক্ এর বিরুদ্ধে৷

খেলার শুরুতে অবশ্য প্রতিপক্ষের উপর ভালো চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছিল গ্রোসাসপাক্৷ খেলা শুরুর ১৬ মিনিটের মাথায় সেদলের পক্ষে গোল করেন সাবাস্তিয়ান স্যোয়াইমেয়ার৷ কিন্তু পরবর্তীতে ৮১ সেকেন্ডের ব্যবধানে দুটি গোল করে এগিয়ে যায় ফ্রাঙ্কফুর্ট৷ সেদলের পক্ষে ইয়ানেক স্টার্ক এবং ম্যাথিউ ল্যাকি গোল দুটি করেন৷ দ্বিতীয়ার্ধে অবশ্য খেলায় সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে গ্রোসাসপাক্৷ কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি৷ বরং এই জয়ের ফলে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছে ফ্রাঙ্কফুর্ট৷

ব্রাউন্সভাইক দলকে অবশ্য জয়ের জন্য এত কষ্ট করতে হয়নি৷ সেদলের কেভিন ক্রাটস্ দু'টি এবং মিরকো বোলান্ড দলের পক্ষে একটি গোল করেন৷

এদিকে, ২৪ আগস্ট থেকে শুরু হচ্ছে বুন্ডেসলিগার নতুন মৌসুম৷ এবার কিছু খেলোয়াড় পুরনো দল ছেড়ে নতুন দলে যোগ দিচ্ছেন৷ এছাড়া বাইরে থেকে আসা নতুন কয়েকজন ফুটবলারকেও দেখা যাবে বুন্ডেসলিগায়৷

এআই / জেডএইচ (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য