1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগা

১৭ আগস্ট ২০১২

আগামী শুক্রবার ২৪ আগস্ট থেকে শুরু হচ্ছে বুন্ডেসলিগার নতুন মরসুম৷ এবার কিছু খেলোয়াড় পুরনো দল ছেড়ে নতুন দলে যোগ দিচ্ছেন৷ এছাড়া বাইরে থেকে আসা নতুন কয়েকজন ফুটবলারকেও দেখা যাবে এবারের বুন্ডেসলিগায়৷

https://p.dw.com/p/15rcB
[10776509] FUSSBALL FC Bayern Muenchen - 1. FC Nürnberg FUSSBALL FC Bayern Muenchen - 1. FC Nuernberg 2 : 1 (23.04.1994) Das "Phantomtor" von Thomas HELMER zum 1 : 0 fuer die Bayern
Bildergalerie 50 Jahre Bundesligaছবি: picture-alliance/Sven Simon

এঁদের মধ্যে সবচেয়ে আলোচিত মার্কো রয়েস৷ জার্মানির জাতীয় দলের এই ফুটবলার গত বুন্ডেসলিগার সেরা খেলোয়াড় বিবেচিত হয়েছেন৷ ২৩ বছর বয়েসি রয়েস ম্যোনশেনগ্লাডবাখ ছেড়ে এবার বর্তমান চ্যাম্পিয়ন দল ডর্টমুন্ডে যোগ দিচ্ছেন৷ ডর্টমুন্ডের জাপানি ফুটবলার শিনজি কাগাওয়া ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে চলে যাওয়ায়, তাঁর স্থান পূরণে রয়েসকে পাঁচ বছরের চুক্তিতে দলে নেয়া হয়েছে৷

সুইজারল্যান্ডের ক্লাব বাসেলের জের্ডান শাকিরিকে গত ফেব্রুয়ারি মাসে চার বছরের জন্য দলে ভেড়ায় বায়ার্ন মিউনিখ৷ শাকিরিকে কেন ক্লাবে নেয়া হলো সেটা বায়ার্নের সমর্থকরা টের পায় পরে যখন চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় পর্বের প্রথম খেলায় বাসেল বায়ার্নকে হারিয়ে দেয়৷ বাসেলের ঐ জয়ে ভূমিকা রাখেন শাকিরি৷

Hessen/ Der Trainer des Fussball-Bundesligisten Borussia Dortmund, Juergen Klopp, lacht am Donnerstag (19.07.12) im Adam Opel Haus in Ruesselsheim waehrend einer Pressekonferenz des Automobilherstellers Opel vor einer Wand mit dem Logo des Unternehmens. Das Unternehmen Opel praesentierte sich bei der Pressekonferenz als neuer Sponsor des deutschen Fussballmeisters Borussia Dortmund. (zu dapd-Text) Foto: Martin Oeser/dapd
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডর্টমুন্ডের কোচ ইয়ুর্গেন ক্লপছবি: dapd

ক্রোয়েশিয়ার জাতীয় দলের খেলোয়াড় মারিও মান্দসুচিক এবার ইউরোতে দেশের পক্ষে তিন গোল করেছেন৷ গত মরসুমে তিনি খেলেন বুন্ডেসলিগা ক্লাব ভল্ফসবুর্গে৷ এবার খেলবেন বায়ার্ন মিউনিখের হয়ে৷ ইতিমধ্যে গত রবিবারের সুপারকাপের খেলায় বায়ার্নের হয়ে একটি গোল করেছেন৷

এছাড়া বায়ার্নে এবার আরও নতুন দুজন খেলোয়াড় যোগ দিচ্ছেন৷ তাঁরা হলেন ব্রাজিলিয়ান দান্তে ও পেরুর ক্লাউদিয়ো পিজারো৷ এঁদের মধ্যে পিজারো অবশ্য এর আগেও বায়ার্নের পক্ষে খেলেছেন৷

বোরুসিয়া ম্যোনশেনগ্লাডবাখে এবার থাকবেন নতুন তিন খেলোয়াড়৷ সুইস ক্লাব এফসি বাসেল থেকে যোগ দিচ্ছেন গ্রানিট ঝাকা৷ আর থাকছেন ডাচ ফুটবলার লুক ডে জঙ ও স্প্যানিশ আলভারো ডোমিনিগেজ৷

প্রতিবেদন: ডেভিড রাইশ / জেডএইচ

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য