1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

গাজা এখন দুই ভাগ হয়ে গেছে, দাবি ইসরায়েলের

৬ নভেম্বর ২০২৩

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, গাজা এখন উত্তর গাজা ও দক্ষিণ গাজা এই দুই ভাগে বিভক্ত। রোববার উত্তর গাজায় ব্যাপক আক্রমণ ইসরায়েলের।

https://p.dw.com/p/4YR1A
গাজায় বিমান-হামলার পরের ছবি।
গাজায় ইসরায়েলের বিমান-হামলা অব্যাহত আছে। ছবি: Abed Khaled/AP Photo/picture alliance

ইসরায়েল ডিফেন্স ফোর্সের(আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, বেসামরিক মানুষ এখনো দক্ষিণ গাজায় যেতে পারছেন এবং তাদের সেখানেই চলে যাওয়া উচিত।

গাজায় টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। ইসরায়েলের আক্রমণের ফলে এই অবস্থা হয়েছে বলে ফিলিস্তিনি টেলিকম সংস্থা প্যালটেল জানিয়েছে।

গাজায় মৃতের সংখ্যা সমানে বাড়ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আবার জানিয়ে দিয়েছেন, পণবন্দিদের ফেরত না দিলে যুদ্ধবিরতি হবে না। নেতানিয়াহু বলেছেন, ''যতক্ষণ  আমরা বিজয়ী না হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সামনে লড়াই করা ছাড়া আর কোনো বিকল্প নেই।''

সেনার জারি করা ভিডিওতে দেখা যাচ্ছে, ইসরায়েলের সেনা প্রতিটি বাড়িতে ঢুকছে। কামান ও সাঁজোয়া বুলডোজার সবকিছু গুঁড়িয়ে দিচ্ছে।

গাজার বাসিন্দা আবু হাসেরিয়া জানিয়েছেন, ''ইসরায়েলের আক্রমণ দেখে মনে হচ্ছে যেন প্রবল ভূমিকম্প হচ্ছে। তারা পুরো এলাকা ধুলোয় মিশিয়ে দিচ্ছে।''

ব্লিংকেনের সফর

এরই মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন প্রথমে ওয়েস্ট ব্যাংক ও পরে ইরাক যান। রোববার সন্ধ্যায় তিনি ইরাকে পৌঁছান। এই সফরের বিষয়ে আগে থেকে জানানো হয়নি। তিনি ইরাকের প্রধানমন্ত্রী আল-সুদানির সঙ্গে কথা বলেন।

ব্লিংকেন বলেছেন, গাজার সংঘাত যাতে এই এলাকার অন্যত্র ছড়িয়ে না পড়ে সে জন্য অ্যামেরিকা চেষ্টা করছে। তিনি জানিয়েছেন, গাজায় যে পরিমাণ ত্রাণ পাঠানো হয়েছে, তা চাহিদার তুলনায় খুবই কম।

ব্লিংকেন জানিয়েছেন, হামাস যাতে পণবন্দিদের ছেড়ে দেয়, তার উপর অ্যামেরিকা নজর রেখেছে।

ব্লিংকেনের মধ্যপ্রাচ্য সফরের আগে ইরানের মদতপুষ্ট হেজবোল্লাহ জানিয়ে দিয়েছিল, ব্লিকেনের সফরের ফলে সংঘাত আরো তীব্র হবে।

বিশ্বের জ্বালানি বাজারে ইসরায়েল-হামাস সংঘাতের প্রভাব

ইসরায়েলের মন্ত্রী বরখাস্ত

ইসরায়েলের মন্ত্রী ইলিয়াহু বলেছিলেন, ''গাজায় পরমাণু অস্ত্রের ব্যবহার করা হোক।'' তারপরই প্রধানমন্ত্রীর অফিস জানিয়েছে, ''ইলিয়াহুকে বরখাস্ত করা হয়েছে। তার বিবৃতি, বাস্তবসম্মত নয়। আন্তর্জাতিক আইন মেনে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আক্রমণ করছে। নিরাপরাধরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেটাও তারা দেখছে।''

তুরস্কে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ

তুরস্কে ফিলিস্তিনপন্থিরা একটি বিমানঘাঁটিতে ঢোকার চেষ্টা করে। এই বিমানঘাঁটিতে মার্কিন সেনা আছে। তুরস্কের পুলিশের ব্যারিকেড সরিয়ে কয়েকশ বিক্ষোভকারী এগোতে থাকে।

তখন বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্য হয়। তাদের উপর জলকামানও ব্যবহার করা হয়।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)