1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রাইমিয়া সেতুতে বিস্ফোরণে নিহত ৩

৮ অক্টোবর ২০২২

ক্রাইমিয়া ও রাশিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী একমাত্র সেতুতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ শনিবার সকালের এই ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে মস্কো৷

https://p.dw.com/p/4HvvW
Krim | Brand auf der Brücke
ছবি: REUTERS

রাশিয়ার বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স জানায়, আগুন এরই মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে৷ তবে সেতু দিয়ে সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়েছে বলে৷ ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷

ইউক্রেনে হামলা চালানোর পর থেকে এই সেতুটি রাশিয়ার সেনাবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগপথ হিসেবে বিবেচিত হচ্ছিল৷ আর তাই সেতুটিতে উদ্দেশ্যমুলকভাবে হামলা চালানো হয়েছে কি না সে বিষয়ে আলোচনার জন্ম নিয়েছে৷ তবে এ বিষয়ে রাশিয়া কিংবা ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি৷

তবে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে উপহাসমূলক বার্তা দিয়েছে ইউক্রেন৷ অগ্নিকাণ্ড নিয়ে ইউক্রেনের ডাকবিভাগ একটি স্ট্যাম্প ছাপানোর ঘোষণাও দিয়েছে ৷   

রাশিয়ার অ্যান্টি টেরোরিজম অফিস জানায়, সেতুর উপর দিয়ে যাওয়া একটি ট্রাক বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে৷ রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স জানায়, পণ্যবাহী একটি ট্রাকে বিস্ফোরণের পর ক্রাইমিয়াগামী একটি তেলবাহী ট্রেনের সাতটি ট্যাংকারে আগুন ছড়িয়ে পড়ে৷

ঘটনার পর প্রাথমিক তদন্ত শেষে বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানায় ক্রেমলিন৷ তদন্তকারীদের দাবি, নিহতরা ট্রাকের কাছ দিয়ে যাওয়া একটি গাড়ির যাত্রী৷ নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষের মৃতদেহ সাগর থেকে উদ্ধার করা হয়েছে৷ নিহত তৃতীয় ব্যক্তির বিষয়ে বিস্তারিত জানা যায়নি৷ 

রাশিয়ার দখলকৃত অঞ্চল নিয়ন্ত্রণে নিতে লড়ছে ইউক্রেন

তাছাড়া, যে ট্রাকটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই ট্রাকটির বিষয়েও তদন্ত চলছে বলে জানানো হয়৷ 

বিস্ফোরণের কারণে সেতুর সড়ক পথের দুটি স্প্যান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংবাদমাদ্যমের খবরে বলা হয়েছে৷ 

২০১৪ সালে ক্রাইমিয়া দখলের পর ২০১৮ সালে রাশিয়ার সাথে উপদ্বীপটিকে সংযুক্ত করতে সেতুটি চালু করা হয়৷ ইউক্রেনে হামলার শুরু করার পর এই সেতুটি ইউক্রেনের খেরসন অঞ্চলে যুদ্ধরত রাশিয়ার সেনাদের কাছে অস্ত্র ও অন্যান্য জিনিস সরবরাহের একটি গুরুত্বপুর্ণ পথ হিসেবে ব্যবহৃত হচ্ছিল৷

আক্রমণের ‘সূচনা’

সেতুতে অগ্নিকাণ্ডের এই ঘটনা নিয়ে উপহাস করতে দেখা গেছে ইউক্রেনের সেনা কমর্কর্তাদের৷

সমাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ভিডিও প্রকাশ করে ইউক্রেনের ন্যাশনাল সিকিওরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিলের প্রধান ওলেকসি দানিলোভ অ্যামেরিকান শিল্পী ম্যারলিন মনেরোর ‘হ্যাপি বার্থডে, মি. প্রেসিডেন্ট' গানটির ভিডিও বাজাতে দেখা গেছে৷

গত শুক্রবার ৭০তম জন্মদিন উদযাপন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷    

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক এক টুইটে অগ্নিকাণ্ডের এই ঘটনাটিকে ‘সূচনা' বলে মন্তব্য করেন৷

তিনি বলেন, ‘‘অবৈধ সবকিছুই ধ্বংস করে দেওয়া হবে৷ ইউক্রেন থেকে যা চুরি করে নিয়ে যাওয়া হয়েছে তার সবকিছুই ফিরিয়ে আনা হবে৷ রাশিয়া যে জায়গাগুলো দখল করেছে সেখান থেকে তাদের বহিস্কার করা হবে৷''  

ইউক্রেনের এমন প্রতিক্রিয়ায় জবাবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, কিয়েভের এই প্রতিক্রিয়া তাদের ‘সন্ত্রাসবাদী আচরণের' সাক্ষি দেয়৷

আরআর/এডিকে (এপি, এএফপি, রয়টার্স) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান