দক্ষিণ ইউক্রেনে সাফল্য, দাবি জেলেনস্কির
৫ অক্টোবর ২০২২পূর্ব এবং দক্ষিণ ইউক্রেনে সেনা দ্রুত রাশিয়ার হাত থেকে দখলিকৃত জায়গা পুনরুদ্ধার করছে, দাবি জেলেনস্কির।
মঙ্গলবার রাতে দৈনিক ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দ্রুত সাফল্য মেলার কথা জনগণের সঙ্গে ভাগ করে নিয়েছেন।য তিনি জানিয়েছেন, দনেৎস্ক, লুহানস্ক, খেরসন এবং খারকিভ অঞ্চলে রাশিয়া বিপুল পরিমাণ অঞ্চল দখল করে নিয়েছিল। ইউক্রেনের সেনা দ্রুত সেই অঞ্চলগুলি পুনর্দখল করছে। একাধিক ছোট ছোট গ্রামের নাম বলে তিনি জানিয়েছেন, এই সমস্ত জায়গাই রাশিয়ার দখলে ছিল। ইউক্রেনের সেনা তা পুনর্দখল করেছে।
রাশিয়ার সামরিক বাহিনী দৈনিক যে বিবৃতি দেয় তার সঙ্গে জেলেনস্কির দাবি অনেকটাই মিলে গেছে। রাশিয়ার সামরিক মুখপাত্র দৈনিক বিবৃতিতে রাশিয়ার সেনার অবস্থান জানান। মঙ্গলবার তিনি যে অবস্থান বলেছেন, তাতে দেখা যাচ্ছে, গত কয়েকদিনে রাশিয়া বেশ অনেকটাই পিছিয়ে যেতে বাধ্য হয়েছে। এমনকী, যে অঞ্চলগুলি রাশিয়া দখল করে স্বাধীন বলে ঘোষণা করেছিল এবং রাশিয়ায় অন্তর্ভুক্ত করেছিল, তারও বেশ কিছু অঞ্চল থেকে তাদের পিছিয়ে যেতে হয়েছে।
জেলেনস্কি অবশ্য কৌশলগত কারণে ইউক্রেনের সেনার অবস্থান জানাননি। তবে তিনি জানিয়েছেন, সম্প্রতি একটি ডিক্রি জারি করেছেন তিনি। সেখানে বলা হয়েছে, ২০১৪ সাল থেকে ইউক্রেনের যত জমি দখল করা হয়েছে, তার সবটাই পুনরুদ্ধার করা হবে। এর অর্থ, ইউক্রেন ক্রাইমিয়াও পুনরুদ্ধার করার কথা বলছে। রাশিয়া আগে জানিয়েছিল, ক্রাইমিয়ায় হামলা হলে তারা কিয়েভে হামলা চালাবে। তবে মঙ্গলবার রাতে জেলেনস্কির বক্তব্যের পর এখনো পর্যন্ত রাশিয়া এর কোনো প্রত্যুত্তর দেয়নি।
বাইডেনের প্রতিশ্রুতি
মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, অ্যামেরিকা ইউক্রেনকে আরো ৬২৫ মিলিয়ন ডলারের সামরিক সাহায্য পাঠাবে। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইমারস রকেট। এর সাহায্যেই ইউক্রেন এত দ্রুত সাফল্য পাচ্ছে বলে বিশেষজ্ঞদের বক্তব্য। দূরপাল্লার এই রকেটের সাহায্যে ইউক্রেন রাশিয়ার ঘাঁটিগুলি গুঁড়িয়ে দিতে সক্ষম হচ্ছে বলে মনে করা হচ্ছে। এই নিয়ে মোট ২০টি হাইমারস রকেট ইউক্রেনকে দিল অ্যামেরিকা। প্রয়োজনে আরো দেয়া হবে বলে বাইডেন জানিয়েছেন।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি, ডিপিএ)