করোনা সংক্রমণ আরো চার জেলায়
১২ এপ্রিল ২০২০স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব প্রতিষ্ঠান আইইডিসিআর এর পরিচালক ডা. মীরাজাদী সেব্রিনা ফ্লোরা৷ তিনি জানান, নতুন আক্রান্তদের বেশিরভাগের বয়স ৩১ থেকে ৪০ বছর, যা শতকরা ২৫ ভাগ৷ পুরুষ ৯৬ জন আর ৪৩ জন নারী৷
শনিবার শনাক্ত হওয়াদের ৬২ জনই ঢাকা শহরের৷ এর মধ্যে নতুন করে সংযোজিত হয়েছে আরো চারটি জেলা৷ সেগুলো হল: লক্ষীপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও ঝালকাঠি৷ ডা. মীরজাদী বলেন, ‘‘চারটি জেলাতেই আমরা তথ্য বিশ্লেষণ করে দেখেছি, যাদের মধ্যে সংক্রমণ পাওয়া গেছে তারা গত এক সপ্তাহের মধ্যে ঢাকা অথবা নারায়ণগঞ্জ থেকে ঐ সমস্ত এলাকাগুলোতে গিয়েছেন৷ সেজন্য আমরা সবাইকে বারবার সতর্ক করছি এই সময়ে আপনারা ভ্রমণ করবেন না৷’’
ব্রিফিংয়ে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মোট ১৩৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷
এখন পর্যন্ত মোট ৬২১ জন সংক্রমিতদের অর্ধেকই ঢাকা শহরের৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন তিনজন৷ সব মিলিয়ে ৩৯ জন সংক্রমণমুক্ত হয়েছেন৷ সব মিলয়ে বাংলাদেশের মোট ৩৪ টি জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে৷
এফএস/জেডএ