1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনায় মৃত্যু লাখ ছাড়ালো

১০ এপ্রিল ২০২০

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে৷ জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে৷

https://p.dw.com/p/3alHT
ছবি: picture-alliance/AP/J. Minchillo

এই প্রতিবেদন লেখা পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে প্রাণ হারিয়েছেন এক লাখ ৩৭৬ জন৷ সবচেয়ে বেশি ১৮ হাজার ৮৪৯ জন মারা গেছেন ইটালিতে৷ স্পেনে ১৫ হাজার ৯৭০, আর ফ্রান্সে মারা গেছেন ১২ হাজার ২১০ জন৷ আট হাজার ৯৫৮ জন প্রাণ হারিয়েছেন যুক্তরাজ্যে৷

এখন পর্যন্ত আক্রান্তের দিক থেকে সবার উপরে আছে যুক্তরাষ্ট্র৷ দেশটিতে পৌনে পাঁচ লাখ মানুষে কোভিড ১৯ সংক্রমিত হয়েছেন৷ এরপরই আছে স্পেন, আক্রান্তের সংখ্যা এক লাখ ৫৭ হাজার ছাড়িয়েছে৷ ইটালিতে করোনার রোগীর সংখ্যা এক লাখ ৪৭ হাজারের বেশি৷ জার্মানিতে আছে এক লাখ ১৯ হাজার রোগী৷

তবে করোনা আক্রান্ত হওয়ার পর সেরে ওঠা রোগীর সংখ্যাও কম নয়৷ তিন লাখ ৬৮ হাজার ৬৬৯ জন আরোগ্য লাভ করেছেন৷ 

এফএস/এডিকে (জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান