1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একদিনে গাজার ২৫০ জায়গায় আক্রমণ ইসরায়েলের

১১ ডিসেম্বর ২০২৩

জাতিসংঘের বক্তব্য, পৃথিবীর উপর নরকের চেহারায় পরিণত হয়েছে গাজা স্ট্রিপ। আরো সাহায্যের প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ।

https://p.dw.com/p/4a042
গাজা স্ট্রিপের ধ্বংসস্তূপের পরিস্থিতি দেখছেন এক নারী
রোববার গাজার কেন্দ্রে অবস্থিত আল-জাওয়াইদায় আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েলের সেনারাছবি: Majdi Fathi/NurPhoto/NurPhoto/picture alliance

যত দিন যাচ্ছে গাজা স্ট্রিপে পরিস্থিতি ততই ভয়াবহ হচ্ছে। ফিলিস্তিনের শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পৃথিবীর বুকে একখণ্ড নরকে’ পরিণত হয়েছে গাজা। জাতিসংঘের প্রধান আন্তনিও গুতেরেস বলেছেন, ‘‘গাজার পরিস্থিতি প্রমাণ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অচল হয়ে পড়েছে।’’ এদিকে ইসরায়েল জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজার ২৫০টি জায়গায় তারা আক্রমণ চালিয়েছে। এর মধ্যে বেশ কিছু সুড়ঙ্গও আছে।

ইসরয়ালে এবং মিশর দুই দিক থেকেই গাজা অবরুদ্ধ করে রাখা হয়েছে। অতি সামান্য মানবিক সাহায্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও-র নির্বাহী সভা গাজায় আরো মানবিক সাহায্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এখন যে সাহায্য পৌঁছাচ্ছে, তা নিতান্তই কম বলে জানান তারা।

আফগানিস্তান, কাতার, ইয়েমেন ও মরোক্কো এই সিদ্ধান্তের ক্ষেত্রে ভূমিকা রেখেছে বলে জানা গেছে। সিদ্ধান্তে দুইটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নজর দেওয়া হয়েছে। এক, গাজা স্ট্রিপে স্বাস্থ্যকর্মীদের উপর আক্রমণ চালানো যাবে না৷ দ্বিতীয়ত, নতুন করে হাসপাতাল গড়ার জন্য দ্রুত টাকা পাঠাতে হবে। ডাব্লিউএইচও প্রধান জানিয়েছেন, গত দুই মাসের মধ্যে এই প্রথম সর্বসম্মতিক্রমে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলো।

ক্যানাডা অবশ্য ডাব্লিউএইচও-র সিদ্ধান্তের সমালোচনা করেছে। তাদের বক্তব্য, এটি একটি আপসমূলক সিদ্ধান্ত। হামাসের বিষয়ে কোনো মন্তব্যই করা হয়নি তাতে। আরো সরাসরি এর বিরোধিতা করেছে অস্ট্রেলিয়া। তাদের বক্তব্য, ৭ অক্টোবরের কোনো কথাই উল্লেখ করা হয়নি সিদ্ধান্তে। অথচ ৭ অক্টোবর হামাসের কাজের পরিপ্রেক্ষিতেই এই গোটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবিষয়ে এখনো পর্যন্ত ডাব্লিউএইচও-র তরফে কোনো উত্তর দেওয়া হয়নি।

নেতানিয়াহুর বক্তব্য

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু রোববার হামাস নেতাদের উদ্দেশ্যে বলেছেন, তাদের এবার আত্মসমর্পণ করা উচিত। তার বক্তব্য, ‘‘গত এক সপ্তাহে বেশ কয়েকজন হামাস সদস্য ইসরায়েলের বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।’’ নেতানিয়াহু জানিয়েছেন, এই লড়াই আসলে হামাসকে শেষ করার লড়াই। আত্মসমর্পণ করলে তারা প্রাণে অন্তত বেঁচে যাবে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)