1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক ঘণ্টায় শেষ ভারত-পাক ম্যাচের টিকিট

৩০ আগস্ট ২০২৩

একদিনের বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি শুরু হওয়ার একঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেল।

https://p.dw.com/p/4VjOH
মেলবোর্নে ২০২২ সালের টি-টোেন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের ছবি।
একদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আগ্রহ তুঙ্গে। ছবি: Martin Keep/AFP

একদিনের বিশ্বকাপে আগামী ১৪ অক্টোবর আমেদাবাদে ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ। তারই অনলাইন টিকিট বিক্রি শুরু হয় মঙ্গলবার। একঘণ্টার মধ্যেই তা শেষ হয়ে যায়।

তবে বোর্ড কর্তারা জানিয়েছেন, ৩ সেপ্টেম্বর আবার টিকিট বিক্রি করা হবে। আর তখন সবাই টিকিট কেনার সুয়োগ পাবেন। প্রচুর টিকিট থাকবে।

মঙ্গলবার কত টিকিট বিক্রি হয়েছে তা জানানো হয়নি। তবে মঙ্গলবার শুধু আইসিসি-র সহযোগী একটি সংস্থার ক্রেডিট, ডেবিট, ইন্টারন্য়াশনাল, ইন্ডিয়া কার্ড যাদের আছে তারাই টিকিট কিনতে পেরেছেন। একজন দুটি করে টিকিট কিনতে পেরেছেন।

আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এক লাখ ৩২ হাজার দর্শক বসে খেলা দেখতে পারেন। তাই বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার যারা টিকিট পাননি, তারা যেন হতাশ না হন। ৩ সেপ্টেম্বরের জন্য তারা যেন প্রস্তুত হন।

তবে এরপর যারা টিকিট পাননি, তারা সামাজিক মাধ্যমে তাদের হতাশা ও ক্ষোভ জানান। আর যারা টিকিট পেয়েছেন তারা উল্লাস প্রকাশ করেন।

আগামী ৫ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হচ্ছে। আইসিসি সেখানে ভারতের সব ম্য়াচ এবং সেমিফাইনাল ও ফাইনালের ক্ষেত্রে একজন দুইটি টিকিট কাটতে পারবে বলে জানিয়েছে। অন্য ম্যাচের ক্ষেত্রে একজন চারটি করে টিকিট কাটতে পারবেন।

জিএইচ/এসজি (পিটিআই, এএনআই)