এশিয়া কাপ ক্রিকেট নিয়ে বিতর্ক বাড়লো
এশিয়া কাপ পাকিস্তানে হওয়া নিয়ে বিতর্ক চলছে। সেই বিতর্ক আরো বাড়িয়ে দিয়েছেন ভারতীর স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
এশিয়া কাপ নিয়ে বিতর্ক
এবার এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু ভারতীয় বোর্ডের সচিব জয় শাহ ঘোষণা করে দিয়েছেন, পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না ভারতীয় দল। ভারতের দাবি, অন্য কোনো দেশে এশিয়া কাপ করতে হবে।
পাকিস্তানের জবাব
পাকিস্তান জানিয়েছে, এশিয়া কাপ খেলতে ভারত যদি তাদের দেশে না আসে, তাহলে পাকিস্তানও ভারতে গিয়ে একদিনের ক্রিকেটের বিশ্বকাপ খেলবে না।
অশ্বিনের বোমা
এই বিতর্ককে আরো বাড়িয়ে দিয়ে অশ্বিন বলেছেন, পাকিস্তানের পক্ষে একদিনের বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেয়া সম্ভব নয়। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন এই মন্তব্য করেছেন। তার মতে, পাকিস্তান হুমকি দিচ্ছে ঠিকই, কিন্তু বাস্তবে তারা এই সিদ্ধান্ত নিতে পারবে না।
শাহিদ আফ্রিদির বক্তব্য
পাকিস্তানের সাবেক ক্রিকেটার শাহিদ আফ্রিদি বলেছেন, ভারত যদি চোখ রাঙায় বা কড়া সিদ্ধান্ত নেয়, তাহলে পাকিস্তানেরও উচিত কঠোর সিদ্ধান্ত নেয়া। একটা সময় আসে যখন এই ধরনের সিদ্ধান্ত নেয়া জরুরি।
আইসিসি-র ভূমিকা
শাহিদ আফ্রিদির মতে, এই পরিস্থিতিতে আইসিসি-র ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। কিন্তু আইসিসি-ও বিসিসিআইয়ের সামনে কিছু করতে পারবে বলে তিনি মনে করেন না।
সিদ্ধান্ত মার্চে
পাকিস্তানে এশিয়া কাপ হবে কি না, তা মার্চে ঠিক হতে পারে। আগামী মাসে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের(এসিসি) বৈঠকে আছে। আবার আইসিসি-র বৈঠকও আছে। সেখানেই এশিয়া কাপ পাকিস্তানে হবে নাকি কোনো নিরপেক্ষ দেশে হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে।