1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
খেলাধুলাআফগানিস্তান

ইংল্যান্ডের পর পাকিস্তানকেও হতাশায় ডোবালো আফগানিস্তান

২৩ অক্টোবর ২০২৩

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে প্রথম জয় তুলে নিলো আফগানিস্তান৷ তা-ও আট উইকেটের বিশাল ব্যবধানে!

https://p.dw.com/p/4XvAt
রান নেয়ার পথে শহিদি ও রহমত শাহ
রহমত শাহ ও হাসমতউল্লাহ শহিদি ঠান্ডা মাথায় খেলে আফগানদের জয় নিশ্চিত করেনছবি: Eranga Jayawardena/AP/picture alliance

পাকিস্তানের দেয়া ২৮৩ রানের লক্ষ্য আফগানরা পেরিয়ে গেছে এক ওভার হাতে রেখে৷ ওপেনিং জুটিতেই ১৩০ রান তুলে গুরবাজ ও জাদরান জয়ের সহজ একটা ভিত তৈরি করেছিলেন৷ ৮৭ রানে আউট হন জাদরান আর ৬৫ রানে গুরবাজ৷ তাদের বিদায়েও আফগানদের জয় কঠিন করে তুলতে পারেননি বাবর আজমরা৷ রহমত শাহ ও হাসমতউল্লাহ শহিদি ঠান্ডা মাথায় খেলে আফগানদের জয়ের দিকে নিয়ে যান৷

জারদানের উইকেট নেয়ার পর হাসান আলি
জারদানের উইকেট নিয়ে পাকিস্তানকে ম্যাচে ফেরানোর সুযোগ তৈরি করেন হাসান আলিছবি: Eranga Jayawardena/AP/picture alliance

৪৮তম ওভারের শেষ বলে চার মেরে পাকিস্তানের টার্গেট পেরিয়ে যান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি৷ তিনি অপরাজিত থাকেন ৪৮ রানে, আর রহমত শাহ ৭৭ রানে৷ ইংল্যান্ডকে হারানোর পর এবারের বিশ্বকাপে এটি আফগানদের দ্বিতীয় জয়৷ ম্যাচ সেরা হয়েছেন ইব্রাহিম জাদরান৷

ব্যাটিংয়ে হাসমতউল্লাহ শহিদি
৪৮তম ওভারের শেষ বলে চার মেরে পাকিস্তানের দেয়া টার্গেট পেরিয়ে যান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদিছবি: Anupam Nath/AP/picture alliance

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৮২ তোলে পাকিস্তান৷ অধিনায়ক বাবর আজম সর্বোচ্চ ৭৪ রান করেন৷ ওপেনিংয়ে নেমে ৫৮ রান করেন আব্দুল্লাহ শফিক৷ শেষের দিকে শাদাব ও ইফতিখার দুইজনেরই ৪০ রানের বদৌলতে ভালো স্কোর দাঁড় করায়য় পাকিস্তান৷ তবে সেটি যথেষ্ট হয়নি আফগানদের আটকানোর জন্য৷ 

এফএস/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান