1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিতের শতরান, আফগানদের সহজে হারালো ভারত

১২ অক্টোবর ২০২৩

শুধু রানে ফেরাই নয়, আফগানিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মা শতরান করলেন। রশিদ খানদের সহজেই হারালো ভারত।

https://p.dw.com/p/4XQfy
দিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামে শতরান করার পর রোহিত শর্মা।
আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করার পর ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ছবি: Money Sharma/AFP/Getty Images

আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছিলেন শূন্য। আর আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের অধিনায়ক রহিত শর্মা স্বমহিমায়। ৫০ ওভারের একদিনের আন্তর্জাতিক নয়, রোহিত খেললেন টি-টোয়েন্টির মেজাজে। ৩০ বলে ৫০ রান  এবং ৬৩ বলে শতরান করলেন। নিজের ৩১তম শতরান করার সঙ্গে সঙ্গে একটা রেকর্ডও করে ফেললেন রোহিত। সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড।

ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে রোহিতের ছয়ের সংখ্যা হলো ৫৫৫। ক্রিস গেলের ৫৫৩টি ছয়ের রেকর্ড দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভেঙে দিলেন রোহিত। ৪৭৩ ইনিংস খেলে ৫৫৫টি ছয়। তাকে হিটম্যান বলা হবে না তো কাকে বলা হবে!

দিল্লিতে ম্য়াচের পর দুই দলের ক্রিকেটাররা হাত মেলাচ্ছেন।
জয়ের পর হাত মেলাচ্ছেন ভারত ও আফগানিস্তানের ক্রিকেটাররা। ছবি: Money Sharma/AFP/Getty Images

অরুণ জেটলি স্টেডিয়াম হলো বিরাট কোহলির ঘরের মাঠ। দিল্লির ছেলে কোহলির ঘরের মাঠে রোহিত এদিন আফগানিস্তানের বোলারদের বেধড়ক মারলেন। ভারতের অধিনায়কের হাত থেকে বেরিয়ে এলো দৃষ্টিনন্দন হুক, পুল, ড্রাইভ। ৮৪ বল খেলে ১৩১ রান করে রোহিত আউট হন।

গত ম্যাচে শূন্য করেছিলেন ইশান কিশানও। আফগানিস্তানের বিরুদ্ধে তিনিও রানে ফিরলেন। রোহিতের সঙ্গে ওপেনিং করতে নেমে ৪৭ বলে ৪৭ রান করেন।

ইশান কিশানের  উইকেট পাওয়ার পর রশিদ খানের প্রতিক্রিয়া।
ইশান কিশানকে আউট করার পর রশিদ খান। ছবি: Manish Swarup/AP/picture alliance

আর ঘরের মাঠে অর্ধশতরান করেন বিরাট কোহলি। ৫৫ রান করে নট আউট থাকেন কোহলি। ৩৫ ওভারেই ২৩৫ রান করে ম্যাচ জিতে যায় ভারত।

দিল্লির এই উইকেট হলো ব্যাটিং সহায়ক। টসে জিতে আফগানিস্তান ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ভারত এখানে অশ্বিনের জায়গায় শার্দুল ঠাকুরকে দলে নিয়েছিল। চার পেসার ও দুই স্পিনার নিয়ে আক্রমণ করে ভারত। তবে এদিনও টিমে মহম্মদ শামির জায়গা হয়নি, যা নিয়ে ক্ষুব্ধ গাভাস্কার।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৩১তম শতরান করলেন রোহিত।
আফগানিস্তানের বিরুদ্ধে দুইটি ছয় মারলেন রোহিত। গড়লেন সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড। ছবি: Anushree Fadnavis/REUTERS

এর মধ্যে সবচেয়ে বেশি রান দিলেন মহম্মদ সিরাজ। কিছুদিন আগেও খুবই ভালো বল করছিলেন। কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে একেবারেই ফর্মে ছিলেন না সিরাজ। বরং বুমরা এখানে ৩৯ রান দিয়ে চার উইকেট নিয়েছেন।

আফগানিস্তান ৫০ ওভারে ২৭২ রান তোলে। হাসমতউল্লাহ করেন সবচেয়ে বেশি ৮০ রান। কিন্তু দিল্লির পিচে ভারতের এই ব্যাটিং লাইন আপের সামনে ২৭২ রান যথেষ্ট ছিল না।

দুই ম্যাচে জয় পাওয়ার পর আমেদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। পাকিস্তানও গত ম্যাচে জয় পেয়েছে। ফলে দুই দলের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে।

পাকিস্তান ইতিমধ্যেই আমেদাবাদ পৌঁছে গেছে। ভারত বৃহস্পতিবার যাবে। তারপর শনিবার মহারণে নামবে দুই দেশ।

জিএইচ/এসজি(স্টার স্পোর্টস)