1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইফোন ১২ বিকিরণ: পরীক্ষা করবে জার্মানিও

১৪ সেপ্টেম্বর ২০২৩

ফ্রান্সের পদক্ষেপের পর আইফোন ১২-এর বিকিরণ পরীক্ষা করে দেখার কথা জানিয়েছে জার্মানিও৷ ইউরোপীয় ইউনিয়নের আরো কয়েকটি দেশও ফ্রান্সের পথ অনুসরণ করতে পারে৷

https://p.dw.com/p/4WLaE
আইফোন ১২ হাতে টিম কুক
২০২০ সালে আইফোন ১২ বাজারে ছাড়ে অ্যাপলছবি: Apple Inc./Brooks Kraft/AFP

ফ্রান্সের পদক্ষেপের পর আইফোন ১২-এর বিকিরণ পরীক্ষা করে দেখার কথা জানিয়েছে জার্মানিও৷ ইউরোপীয় ইউনিয়নের আরো কয়েকটি দেশও ফ্রান্সের পথ অনুসরণ করতে পারে৷

গত মঙ্গলবার ফ্রান্সের রেডিও ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রক সংস্থা-এএনএফআর ফ্রান্সে আইফোন-১২ বন্ধের নির্দেশ দিয়েছে অ্যাপলকে৷ ফোনটির বেতার তরঙ্গের বিকিরণ আইনগত মাত্রার চেয়েও অতিরিক্ত বলে তাদের পরীক্ষায় ধরা পড়েছে৷ ফ্রান্সের পদক্ষেপের পরে ইউরোপের অন্য দেশগুলোও নড়েচড়ে বসেছে৷ জার্মানির সরকারি সংস্থা বিনেটসএ জানিয়েছে, তারাও একই প্রক্রিয়া অনুসরণ করবে৷ এ বিষয়ে ফ্রান্সের সংস্থার সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে বলেও বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে দেশটির ফেডারেল নেটওয়ার্ক এজেন্সি৷

বেলজিয়ামের ডিজিটাল অর্থনীতি বিষয়ক প্রতিমন্ত্রী ম্যাথিউ মিশেল জানিয়েছেন, আইফোন-১২ এর স্বাস্থ্যঝুঁকি পরীক্ষা করে দেখার তিনি দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাকে নির্দেশ দিবেন৷ তিনি বলেন, ‘‘আমাদের নাগরিকদের নিরাপদ রাখা আমার কর্তব্য৷’’

এদিকে ফ্রান্সের পদক্ষেপের পর বুধবার নিজেদের অবস্থান জানিয়েছে অ্যাপল৷ আইফোনের নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি একাধিক আন্তর্জাতিক সংস্থার সনদ পাওয়ার পরই তারা ২০২০ সালে আইফোন ১২ বাজারে ছেড়েছে৷ ফ্রান্সের সংস্থার কাছেও তারা তৃতীয় পক্ষকে দিয়ে করানো পরীক্ষার প্রতিবেদন সরবরাহ করেছে৷ নেদারল্যান্ডসের সংশ্লিষ্ট সংস্থা জানিয়েছে তারাও বিষয়টি পরীক্ষা করে দেখছে এবং মার্কিন কোম্পানিটির কাছে এই বিষয়ে ব্যাখ্যা চাইবে৷

তবে ফ্রান্স আইফোন ১২ বিক্রি বন্ধের নির্দেশ দেয়ার পর এখন ইউরোপীয় ইউনিয়নে আরো দেশে জনপ্রিয় স্মার্টফোনের এই মডেলটি নিষিদ্ধ হতে পারে বলে মনে করা হচ্ছে৷ 

এফএস/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান