1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইফোনে ইনস্টাগ্রাম চালাচ্ছে বনমানুষ!

৩০ এপ্রিল ২০১৯

শুধু মানুষই পৃথিবীর সব বুদ্ধি রাখে, বাকি সব প্রাণী বুদ্ধু? এ ধারণা থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে আসুন৷ এই ভাইরাল ভিডিওটি দেখুন৷ কিভাবে একটি বনমানুষ ঠিক মানুষের মতোই স্ক্রল করে করে দেখে নিচ্ছে একের পর এক পোস্ট৷

https://p.dw.com/p/3Hfwq
Indonesien Orang-Utans im Bukit Tigapuluh Nationalpark
ছবি: I. Sieg

‘প্ল্যানেট অব দ্য এপস' সিনেমাটির কথা মনে আছে? একটি গ্রহের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হচ্ছে বনমানুষের দল৷ যুদ্ধ থেকে শুরু করে সব কাজেই  মানুষের চেয়েও পারদর্শীতারা৷

এবার সেই বনমানুষরাই কি পৃথিবীতে চলে এসেছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় একটি বনমানুষ হাতে আইফোন নিয়ে খুব মনোযোগ দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখছে৷

মানুষের মতোই বুড়ো আঙুল ব্যবহার করে একের পর এক পোস্ট দেখে যাচ্ছে সে৷ কখনো কখনো পছন্দের ভিডিও আর ছবিতে দিচ্ছে ‘লাভ' রিঅ্যাকশনও৷

২৫ এপ্রিল টুইটারে ৫৬ সেকেন্ডের ভিডিওটি আপলোড করেন জে ডি ডুরকিন নামের এক ব্যক্তি৷ মাত্র পাঁচ দিনেই ভিডিওটি দেখা হয়েছে ৩০ লাখেরও বেশি বার৷ পোস্টটি প্রায় ১৪ হাজার রিটুইট হয়েছে৷

বেশিরভাগ মন্তব্যকারীই এই অবস্থাকে ‘প্ল্যানেট অব দ্য এপস' সিনেমার সঙ্গেই তুলনা করেছেন৷ কেউ কেউ আবার বলছেন, মানবজাতির ধ্বংসের এটাই শুরু৷

এডিকে/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য