1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবশেষে বিএনপির সমাবেশ গোলাপবাগ মাঠে

৯ ডিসেম্বর ২০২২

বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ ১০ ডিসেম্বর শনিবার সায়েদাবাদের গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন খন্দকার মোশাররফ হোসেন৷ অনেক টানাপড়েন শেষে এই মাঠ ব্যবহারের অনুমতি পেয়েছে বিএনপি৷

https://p.dw.com/p/4KiiW
খন্দকার মোশাররফ হোসেন
খন্দকার মোশাররফ হোসেন ছবি: Sazzad Hossain

গোলাপবাগ মাঠে মঞ্চ নির্মাণ এবং মাইক বসানোর জন্য  বিএনপিনেতারা আনুষ্ঠানিক আবেদন করার পর তাদের অনুমোদন দেওয়া হয়েছে বলে শুক্রবার বিকালে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ঢাকার পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক৷

একই সময়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, শনিবার বেলা ১১টায় সায়েদাবাদের গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ করার অনুমতি তারা পেয়েছেন৷

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন,  নয়া পল্টননা পেয়ে তারা কমলাপুর স্টেডিয়াম চেয়েছিলেন৷ কিন্তু পুলিশ তাতে সায় দেয়নি৷ সে কারণে তারা গোলাপবাগ মাঠের অনুমতি চেয়েছেন৷ তিনি বলেন, ‘‘তারা আমাদেরকে গোলাপবাগ মাঠে সমাবেশের প্রস্তুতি নিতে বলেছেন৷ সেখানে আমাদেরকে সবধরনের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন৷”

বিএনপির আন্দোলনের সঙ্গে সংহতি আছে এমন সমমনা সব রাজনৈতিক দলকে সেই সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানান খন্দকার মোশাররফ হোসেন৷

এনএস/জেডএইচ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান