1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে কারাগারে পাঠানোর নির্দেশ

৯ ডিসেম্বর ২০২২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত৷

https://p.dw.com/p/4KhoN
 KMAsks135: Khaled Muhiuddin Asks 135
ছবি: DW

তাদের জামিন আবেদন নামঞ্জুর করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ আদেশ দেন।

নয়াপল্টনে পুলিশের ওপর হামলার ঘটনায় পল্টন থানার একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে আজ শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে সাংবাদিকদের জানান ডিবি প্রধান হারুন অর রশিদ। 

ডিবি কার্যালয়ের সামনে তিনি বলেন, ‘‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ৷ গত বুধবার নয়াপল্টনে পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে৷’’

আজকেই তাদের আদালতে পাঠানো হবে বলে জানান ডিবি প্রধান৷

বিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বৃহস্পতিবার বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। তার আট ঘণ্টা পরে শুক্রবার পুলিশ জানায়, তাদের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। সেখানেই চলছে জিজ্ঞাসাবাদ।

ঢাকা মহানগরের গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ সাংবাদিকদের জানিয়েছেন, ''মির্জা ফখরুল এবং মির্জা আব্বাস আমাদের হেফাজতে আছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।'' কেন তাদের আটক করা হলো এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এই প্রশ্নের জবাবে গোয়েন্দা প্রধান জানিয়েছেন, দুইদিন আগে বিএনপি-র একটি সমাবেশ ঘিরে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনায় ৫০ জনের বেশি পুলিশ কর্মী গুরুতর আহত হন। সেই বিষয়েই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, দলের দুই গুরুত্বপূর্ণ নেতা আটক হওয়ার পর শুক্রবার সকালে জরুরি বৈঠকে বসেন বিএনপি-র নেতারা। শুক্রবার বেলা ১১টার ওই বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকায় বিএনপি-র সমাবেশের ঠিক আগে দুই নেতাকে আটক করার পর জরুরি বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যকে গ্রেপ্তারে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করতেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বৈঠক ডেকেছেন।''

বৃহস্পতিবার রাত তিনটায় উত্তরার বাসা থেকে মির্জা ফখরুল এবং শাহজাহানপুরের বাসা থেকে মির্জা মির্জা আব্বাসকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায় বলে তাদের পরিবারের তরফে অভিযোগ করা হয়েছিল।

এসজি/জিএইচ (বিডিনিউড টোয়েন্টিফোর ডটকম)