1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১০ই অক্টোবর তদন্ত রিপোর্ট দেবে আদালত

৯ আগস্ট ২০১১

খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা এবং তাঁর বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি৷ মামলা এবং গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার প্রতিবাদ কর্মসূচি দেওয়া হয়েছে৷

https://p.dw.com/p/12DVF
Tarique Rahman, Sohn von ex-Premier Bangladesh Khaleda Zia, verhaftet am 08.03 // Uebertragung der Rechte dieses Bildes an DW-Online "Maskwaith Ahsan" An: "southasia@dw-world.de" Kopie: Blindkopie: -------------------------------------------------------------------------------- Datum: Freitag, März 09, 2007 10:53AM Thema: Tariq's pic I hereby declare that the attached photograph was taken by me and could be used for DW online archive. Maskwaith Ahsan Editor, South Asia, Bengali Anhänge:(Klicken Sie zum Starten auf den Dateinamen) unbenannt1.jpg
ছবি: DW

খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা এবং তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে বিএনপি৷ এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের নানা সংকট থেকে সাধারণ মানুষের দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার জন্যই সরকার এ কাজ করছে৷ তিনি বলেন, সরকার এই মামলা দিয়ে আলোচনার সব পথ বন্ধ করে দিচ্ছে৷ মামলা এবং গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বুধবার ঢাকায় এবং বৃহস্পতিবার সারাদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি৷

সকালে জাতীয়তাবাদী মহিলা দল প্রেসক্লাবের সামনে মানব বন্ধন কর্মসূচি পালন করে৷ কর্মসূচিতে বিএনপি'র সিনিয়র নেতারা অংশ নেন৷ এদিকে, আজ মহানগর হাকিমের আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা দুর্নীতির মামলা উপস্থাপন করা হয়৷ আদালত মামলাটি গ্রহণ করে আগামী ১০ই অক্টোবর দুদককে তদন্ত রিপোর্ট দিতে বলেছে বলে প্রকাশ৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য