1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিলেবানন

হিজবুল্লাহর বিরুদ্ধে বৈরুতে ইসরায়েলের তীব্র হামলা

Sanjiv Burman৬ অক্টোবর ২০২৪

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল৷ শনিবার রাত থেকে শুরু হওয়া এ হামলা চলে রোববার সকাল পর্যন্ত৷ বিশেষ করে বৈরুতের দক্ষিণাঞ্চলে এ হামলা ছিল খুবই তীব্র৷

https://p.dw.com/p/4lSWL
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলা৷
লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল৷ শনিবার রাত থেকে শুরু হওয়া এ হামলা চলে রোববার সকাল পর্যন্ত৷ছবি: Hussein Malla/AP Photo/picture alliance

লেবানন থেকে বার্তা সংস্থা এএফপির সংবাদকর্মীরা জানিয়েছেন, দুই ঘণ্টারও বেশি সময় ধরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে৷ তারা বৈরুতের দক্ষিণের শহরতলির কাছের এলাকা সাবরার রাস্তায় অনেক মানুষকে দেখেছেন৷ তাদের অনেকেই প্রাণ ভয়ে নিরাপদ আশ্রয় খুঁজছিলেন৷ কেউ মোটর সাইকেল নিয়ে, কেউ আবার পাঁয়ে হেঁটে যাচ্ছিলেন৷

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, বৈরুতে ‘সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা চলছে৷'

শনিবার রাতে হামলার আগে বৈরুতের দক্ষিণের শহরতলি থেকে সাধারণ মানুষদের সরে যেতে বলেছিল ইসরায়েলি বাহিনী৷

গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে তীব্র বিমান হামলা শুরু করে ইসরায়েল৷ হামলায় লেবাননে হাজারো মানুষ নিহত এবং ১০ লাখের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন৷

খোঁজ নেই হিজবুল্লাহর নতুন নেতার

নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরিহিসাবে যাকে ভাবা হচ্ছে, শুক্রবার থেকে তার হদিস মিলছে না৷ লেবাননের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থাগুলো বলেছে, তাকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল৷ এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না৷

বৈরুতে ইসরায়েলের বিমান হামলা৷
বিমান হামলার পর নিরাপদ আশ্রয়ের খুঁজে এদিক সেদিক ছুটছেন সবাই৷ ছবি: Hussein Malla/AP Photo/picture alliance

বৃহস্পতিবার গভীর রাতে বৈরুতের দক্ষিণ শহরতলিতে একটি বড় হামলা চালায় ইসরায়েল৷ ওই হামলাটি মূলত হিজবুল্লাহর সম্ভাব্য নতুন নেতা হাশেম সাফিদ্দীনকে লক্ষ্য করে চালানো হয়েছে বলে জানা গেছে৷ ধারণা করা হয় তখন হাশেম সাফিদ্দীন একটি ভূর্গভস্থ বাঙ্কারে ছিলেন৷

লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে, হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত বৈরুতে আবাসিক এলাকা দাহিয়েতে শুক্রবার থেকে হামলা চালানো হচ্ছে৷ উদ্ধারকর্মীরাও সেখানে কিছু করতে পারছেন না৷

এখন পর্যন্ত সাফিদ্দীনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ৷

সাফিদ্দীন যদি ইসরায়েলি হামলায় মারা যান, তা ইরান-সমর্থিত শিয়া রাজনৈতিক দল এবং লেবাননের জঙ্গি গোষ্ঠীর জন্য আরেকটি বড় আঘাত বলে মনে করছেন বিশ্লেষকেরা৷

গত কয়েক সপ্তাহে এই অঞ্চলজুড়ে ইসরায়েলি হামলা দলটির নেতৃত্বকে ধ্বংস করে দিয়েছে৷

১৩০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে হিজবুল্লাহ: আইডিএফ

ইসরায়েলি সামরিক বাহিনী বা আইডিএফ জানিয়েছে, ইসরায়েলকে লক্ষ্য কর প্রায় ১৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ৷ শনিবার রাতে এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়েছে বলে দাবি তাদের৷

প্রাথমিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি৷ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহকে দুর্বল করতে এবং সীমান্ত থেকে তাদের পিছু হটাতে লেবাননে হামলা অব্যাহত রাখা হবে৷

হিজবুল্লাহ মূলত একটি ইরান-সমর্থিত শিয়া রাজনৈতিক দল এবং লেবাননের জঙ্গি গোষ্ঠী৷ এটিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যায়িত করেছে অ্যামেরিকা, জার্মানি এবং বেশ কয়েকটি সুন্নি মুসলিম অধ্যুষিত আরব দেশ৷ হিজবুল্লাহর সশস্ত্র শাখাকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে তালিকাভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন৷

বৈরুতে ইসরায়েলের বিমান হামলা৷
বৈরুতের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ মানুষ নিজ বাসা-বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন৷ছবি: Bilal Hussein/AP Photo/picture alliance

লেবাননে হামলায় ফরাসি প্রেসিডেন্টের নিন্দা

গাজায় আক্রমণের জন্য ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ৷

লেবাননে হামলা করায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর পদক্ষেপের সমালোচনা করেছেন তিনি৷ বলেন, ‘‘লেবানন একটি নতুন গাজা হতে পারে না৷''

যুদ্ধবিরতির আহ্বানের পরও গাজায় সংঘাত অব্যাহত থাকায় নিজের উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেছেন মাক্রোঁ৷

ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ইন্টারকে তিনি বলেন, ‘‘আমি মনে করি, আমাদের কথা শোনা যাচ্ছে না৷''

তিনি আরো বলেন, ‘‘আমি মনে করি ইসরায়েলের নিরাপত্তার কথা বলে যা হচ্ছে, তা একটি ভুল৷''

চলমান এই সংঘাত ‘ঘৃণা'র দিকে নিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি

টিএম/আরআর (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান