1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত: ইসরায়েল

২৮ সেপ্টেম্বর ২০২৪

দক্ষিণ বৈরুতে বিমান হামলায় লেবাননের মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী৷

https://p.dw.com/p/4lBui
হাসান নাসরাল্লাহ
হিজবুল্লাহর সদর দপ্তরে বাহিনীর নেতাদের নিয়ে বৈঠক করার সময় চালানো বিমান হামলায় হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন৷ ফাইল ফটোছবি: Alaa Al-Marjani/REUTERS

রাজধানী বৈরুতের দক্ষিণে দাহিয়েহতে অবস্থিত হিজবুল্লাহর সদর দপ্তরে বাহিনীর নেতাদের নিয়ে বৈঠক করার সময় চালানো বিমান হামলায় হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী৷ সেনাবাহিনীর মুখপাত্র লেফটেনেন্ট কর্নেল নাদাভ শোশানি সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘হাসান নাসরাল্লাহ নিহত৷’

এদিকে হিজবুল্লাহর সাথে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, শুক্রবার রাতে যখন বিমান হামলা হয়েছে তখন থেকে নাসরাল্লাহর সাথে যোগযোগ করা যাচ্ছে না৷ তবে বাহিনীটির পক্ষ থেকে এখন পর্যন্ত নাসরাল্লাহর নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়নি৷ ৬৪ বছর বয়সি হাসান নাসরাল্লাহ তিন দশকের বেশি সময় ধরে হিজবুল্লাহর নেতৃত্ব দিয়ে আসছিলেন৷

বেকা উপত্যকায় ইসরায়েলের হামলা

এদিকে লেবাননের বেকা উপত্যকায় বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসারায়েলের বিমানবাহিনী৷ আইডিএফ-এর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে৷ 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সামরিক বাহিনীর মুখপাত্র আভিচে আদ্রায়ে বলেন, ‘‘ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ), হিজবুল্লাহর সন্ত্রাসী স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে৷'' হিজবুল্লার সদস্যরা উত্তর ইসরায়েলের কিবুতজ কাব্রিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলেও দাবি করেছে বাহিনীটি৷

ইসারায়েলের আপার হিরেপ্পি এলাকায় লেবানন সীমান্ত পার হয়ে আসা ১০টি রকেট হামলা শনাক্ত করেছে ইসরায়েল৷ এরমধ্যে কয়েকটি ঠেকিয়ে দিতে সক্ষম হয় আইডিএফ৷

এই রকেটগুলো হিজবুল্লাহর সদস্যরা ছুঁড়েছে এমন দাবি করেনি ইসরায়েল৷ তবে, লেবাননে থাকা বাহিনীটির স্থাপনা ও সক্ষমতায় হামলা চালানো এবং সেগুলো ধ্বংস করার প্রত্যয় ব্যক্ত করেছে আইডিএফ৷

আরআর/এফএস (রয়টার্স, এএফপি, এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান