1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হরতালের প্রথম দিনে বোমাবাজি

২৯ এপ্রিল ২০১২

সারাদেশে বিচ্ছিন্ন সংঘর্ষ আর বোমাবাজির মধ্য দিয়ে বিএনপি’র ডাকা দুই দিনের সকাল সন্ধ্যা হরতালের প্রথম দিন শেষ হয়েছে৷ হরতালে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন৷

https://p.dw.com/p/14mjo
ছবি: DW/S.K.Dey

বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে উদ্ধারে দাবিতে দুই দিনের হরতালের আজ প্রথম দিন সকাল থেকেই পিকেটাররা মাঠে নামেন৷ আর পুলিশ ছিল বেশ সক্রিয়৷ তাই সকালেই নয়াপল্টন এলাকা থেকে পুলিশ বিএনপি নেতা রুহুল কবির রিজভীসহ কয়েকজন নেতা-কর্মীকে আটক করে৷ পরে অবশ্য তাদের ছেড়ে দেয়৷

এছাড়া মহাখালী, শাহীনবাগ, রামপুরা, মিরপুর, যাত্রাবাড়ি এলাকায় পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে৷ পিকেটাররা বেশ কিছু গাড়ি ভাংচুর করেছে৷ এদিকে বিকেলে বাইরের সড়ক থেকে সচিবালয়ের স্বরাষ্ট্রমন্ত্রণালয় লক্ষ্য করে দুইটি ককটেল ছোঁড়া হয়৷ এর মধ্যে একটি ককটেল সচিবালয়ের ভেতরে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি পার্কিং এলাকায় বিস্ফোরিত হয়৷ এতে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়৷ আরেকটি ককটেল বাইরের রাস্তায় বিস্ফোরিত হয়৷ এই ঘটনায় অল্প সময়ের জন্য সচিবালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷

Streik in Bangladesch
ছবি: DW/S.K.Dey

হরতাল চলাকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার দেশকে কারাগারে পরিণত করেছে৷ শেষ পর্যন্ত যদি ইলিয়াস আলীকে পাওয়া না যায় তাহলে সরকারকেই এর দায়িত্ব নিতে হবে৷ আর রাজধানীতে হরতাল বিরোধী সমাবেশ ও মিছিলে নেতৃত্ব দেয়ার পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন এই হরতালে সাধারণ মানুষের সমর্থন নেই৷ আর এসব করে ইলিয়াস আলীকে উদ্ধার সম্ভব নয়৷

গত সপ্তাহে টানা তিন দিনের হরতালের পর আবার শুরু হল দুই দিনের হরতাল৷ আর এতে সাধারণ মানুষের ভোগান্তি এখন চরমে৷ নিম্নবিত্ত মানুষ, শিক্ষার্থী, অফিস যাত্রী থেকে সব শ্রেণীর মানুষ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য