1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবার হরতাল

২২ এপ্রিল ২০১২

তেমন কোন উত্তাপ ছাড়াই রবিবার বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে৷ এদিকে ইলিয়াস আলীর সন্ধান না মেলায় আগামীকাল সোমবারও হরতাল ডেকেছে বিএনপি৷

https://p.dw.com/p/14jC3
ছবি: DW/S.K.Dey

নিরুত্তাপ রাজপথ

প্রধান বিরোধী দল বিএনপির ডাকা দিনব্যাপী সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীতে তেমন কোন উত্তাপ ছড়ায়নি৷ বিক্ষিপ্তভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা তেমন কিছু ঘটেনি৷ রাজপথে পিকেটারের চেয়ে পুলিশ র্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই বেশি ছিলেন৷ হরতাল সমর্থকদের পিকেটিং ছিল না বললেই চলে৷ তারপরও বিক্ষিপ্ত কিছু সংঘর্ষ হয়েছে বেশ কয়েক জায়গায়৷ যদিও বিএনপি নেতারা এই হরতালকে স্বতস্ফূর্ত বলে দাবী করেছেন৷ কেউ কেউ অবশ্য বলেছেন আগের দিনের সহিংসতার জের ধরে একজন বাস চালকের মৃত্যু ঘটনায় মামলার কারণেই রাস্তায় পিকেটার কম৷

হরতাল চলাকালে রাস্তায় যানবাহন চলাচল ছিল কম৷ নয়া পল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় বিপুল সংখ্যক পুলিশ রায়ট কার, জল কামান, টিয়ারসেলসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে প্রস্তত ছিল৷ দুপুরে সেখানে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, পুলিশ বিনা উস্কানিতে নেতাকর্মীদের লাঠিচার্জ করছে৷ তাদের শতাধিক নেতাকর্মীকে পুলিশ আটক করেছে৷ হরতাল সফল বলেও দাবী করেন মির্জা ফখরুল৷

Streik in Bangladesch
ছবি: DW/S.K.Dey

সাংসদদের মিছিলে বাধা

সকাল সাড়ে ১০টা পর্যন্ত রাস্তায় বিরোধী দলের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি৷ কেবল সংসদ ভবন এলাকায় বিএনপি নেতা এম কে আনোয়ারের নেতৃত্বে মিছিল করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্যরা৷ সেখানে পুলিশ মিছিলকে বাধা দেওয়ার চেষ্টা করে৷ এম কে আনোয়ার সাংবাদিকদের বলেন, ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবীতে তারা এই হরতাল পালন করেছেন৷ কিন্তু সংসদ সদস্যদের শান্তিপূর্ণ মিছিলেও বাধা দিয়েছে পুলিশ৷

সরকারি বাহিনীর মিছিল

এদিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ করেছে৷ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ওই সমাবেশে বলেন, জনগণ হরতাল প্রত্যাখ্যান করেছে৷ রাস্তায় যান চলাচল স্বাভাবিক ছিল বলেও দাবী করেন তিনি৷

আবারও হরতাল

এদিকে টানা দ্বিতীয় দিনের মত হরতাল ডেকেছে বিএনপি৷ সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন৷ বিএনপি নেতা ইলিয়াস আলীকে এখনও খুঁজে না পাওয়ায় তারা এই কর্মসূচি দিলো৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য