1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলনে নিহত ৩,০০০

১৪ অক্টোবর ২০১১

সিরিয়ায় গত মার্চ মাস থেকে চলমান সরকার বিরোধী আন্দোলনে প্রাণ হারিয়েছে ৩,০০০ মানুষ৷ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন জানিয়েছে এই তথ্য৷ এদিকে শুক্রবার জুম্মাবারেও উত্তপ্ত সিরিয়া৷

https://p.dw.com/p/12s83
ফাইল ফটোছবি: picture-alliance/dpa

জাতিসংঘের মানবাধিকার কমিশন

সিরিয়ার গণতন্ত্রকামীদের উপর সরকারি বাহিনীর দমনপীড়নে প্রাণ হারিয়েছে ৩,০০০ মানুষ৷ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান নাভি পিল্লাই জানিয়েছেন, নিহতের মধ্যে ১৮৭ শিশু রয়েছে৷ এছাড়া গত সাত মাসে সিরিয়া সরকার আটক করেছে অসংখ্য গণতন্ত্রকামীকে৷ জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, গত দশদিনে নিহতের সংখ্যা ১০০৷ সিরিয়া সরকারের দাবি অবশ্য ভিন্ন৷ সেদেশের বক্তব্য অনুযায়ী, সশস্ত্র গুণ্ডাবাহিনী বিশৃঙ্খলা সৃষ্টি করছে৷ এতে নিরাপত্তা বাহিনীর ১,১০০ সদস্য নিহত হয়েছে বলেও দাবি সেদেশের৷

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

সিরিয়ার গণতন্ত্রকামীদের উপর সরকারি বাহিনীর দমনপীড়ন বন্ধ করার চেষ্টায় কয়েকদিন আগেই নিরাপত্তা পরিষদে একটি কঠোর প্রস্তাব উত্থাপন করে ইউরোপের দেশগুলোর প্রতিনিধিরা৷ কিন্তু রাশিয়া এবং চীন তাতে ভিটো প্রদান করে৷ ফলে সেই প্রস্তাবের বাস্তবায়ন সম্ভব হয়নি৷ তবে এখনকার পরিস্থিতি ভিন্ন মনে হচ্ছে৷ বিশেষ করে বেইজিং এবং মস্কো এখন সিরিয়ার সরকারের উপর চাপ সৃষ্টি করতে শুরু করেছে৷ দুই দেশই সরকার ব্যবস্থায় সংস্কারের জন্য বাশার প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে৷

Syrien TV Bilder Panzer fahren durch die Stadt FLASH-GALERIE
ছবি: picture-alliance/dpa

এদিকে, নাভি পিল্লাই শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, সিরিয়ায় সহিংসতা অব্যাহত থাকলে তা পূর্ণ গৃহযুদ্ধে রূপ নিতে পারে৷ তিনি বলেন, আন্তর্জাতিক সমাজের সকল সদস্যের দায়িত্ব হচ্ছে, সম্মিলিতভাবে সিরিয়ায় সহিংসতা বন্ধে উদ্যোগ নেওয়া৷

জুম্মাবারে সিরিয়ার পরিস্থিতি

সিরিয়ার নিরাপত্তা বাহিনী শুক্রবার কমপক্ষে ৬ প্রতিবাদকারীকে গুলি করে হত্যা করেছে৷ সেদেশের প্রেসিডেন্ট বাশার আল-আসাদ'এর পদত্যাগের দাবিতে এক বিক্ষোভকালে তারা গুলি চালালে প্রাণহানির এই ঘটনা ঘটে৷ আন্দোলনকারীদের দাবি, শুক্রবার সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো এবং দামেস্কের উপশহর এলাকায় সরকারবিরোধীদের উপর গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী৷ এছাড়া কুর্দি নেতা মিশাল টামোকে হত্যার প্রতিবাদে কোয়ামিশলি শহরে বিক্ষোভ করেছে কমপক্ষে ২০,০০০ কুর্দি৷ তাদের দাবি, সরকারি বাহিনী এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে৷ চলতি মাসের শুরুর দিকে নিহত হন টামো৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য