1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় বিরোধী নেতার জানাজায় নিরাপত্তা বাহিনীর গুলি, নিহত ২

৮ অক্টোবর ২০১১

সিরিয়ায় শনিবার নিহত কুর্দি নেতা মেশ্যাল টেমো জানাজায় অংশ নেয়া প্রায় ৫০ হাজার লোকের উপর গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী৷ এতে কমপক্ষে দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছে ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’৷

https://p.dw.com/p/12oFR
সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলন (ফাইল ফটো)ছবি: dapd

সদ্য গঠিত বিরোধী সংগঠন ‘সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল'এর নেতা টেমো'কে গতকাল শুক্রবার একদল মুখোশধারী কামিশলি নামক শহরে তাঁর বাড়িতে ঢুকে হত্যা করে৷ তবে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা বলছে, কিছু বন্দুকধারী টেমোর গাড়িতে গুলি চালিয়ে তাঁকে হত্যা করেছে৷

টেমো ‘কুর্দিশ ফিউচার পার্টি' নামে একটি দল গঠন করেছিলেন৷ দলটি কুর্দিদেরকে সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ মনে করতো৷ প্রায় সাড়ে তিন বছর জেল খাটার পর সম্প্রতি টেমো মুক্তি পেয়েছিলেন৷ এদিকে বাবার জানাজায় অংশ নেয়া টেমোর ছেলে জাহিদা রাশ্কিলোও আহত হয়েছেন বলে জানা গেছে৷

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশ্টন টেমো হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন৷ এর আগে শুক্রবারই এই হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স৷

Protest gegen Bashar Assad in Syrien Flash-Galerie
সিরিয়ার বাইরেও বিভিন্ন দেশে বাশার আল-আসাদের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছেছবি: picture-alliance/dpa

টেমো হত্যার প্রতিক্রিয়ায় অস্ট্রিয়ার সিরীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করতে গিয়ে আটক হয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ১১ বিরোধী৷ এছাড়া লেবাননের সিরীয় দূতাবাসের সামনেও বিক্ষোভের ঘটনা ঘটেছে৷

এদিকে সিরিয়ার নিরাপত্তা বাহিনী সাবেক সাংসদ রিয়াদ সাইফকে মারধর করেছে বলেও জানা গেছে৷

সরকারবিরোধী বিক্ষোভে শুক্রবার মোট ১৬ জন নিহত হয়েছে বলে আন্দোলনকারীরা বলছেন৷ আর সব মিলিয়ে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে ২,৯০০রও বেশি লোক নিহত হয়েছে বলে জানিয়েছে শিশু অধিকার বিষয়ক জাতিসংঘের একটি কমিটি৷ তারা বলছে, এ সময় কমপক্ষে ১৮৭ জন শিশু মারা গেছে৷

তবে সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী বলছেন, নিহতের সংখ্যা ১১০০'র বেশি এবং তারা মারা গেছেন সন্ত্রাসীদের হাতে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য