1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ

১১ নভেম্বর ২০১১

শুক্রবার জুম্মার নামাজের পর সিরিয়ায় সরকার বিরোধী বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে৷ এদিকে মানবাধিকার গোষ্ঠী ‘হিউম্যান রাইটস ওয়াচ’ সিরিয়ার সরকারের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ এনেছে৷

https://p.dw.com/p/1399p
হোমস শহরের এক ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে রিপোর্টে...ছবি: dapd

শুক্রবারের বিক্ষোভে এখনো পর্যন্ত ১১ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে৷ শুধু হোমস শহরেই মৃতের সংখ্যা ৭, যাদের মধ্যে এক বিদ্রোহী সৈন্যও রয়েছে৷ শোনা যাচ্ছে, সেনাবাহিনী ত্যাগ করে অনেকেই বিরোধীদের সঙ্গে যোগ দিচ্ছে৷ গত ৯ দিনে এই শহরে নিরাপত্তা বাহিনীর হাতে কমপক্ষে ১০৪ জন নিহত হয়েছে৷ অন্যান্য শহরেও প্রতিরোধ চলছে৷ বিক্ষোভকারীরা আরব লীগের উদ্দেশ্যে আসাদ প্রশাসনের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নেওয়ার ডাক দিচ্ছে৷

আরব লীগের আরও জোরালো ভূমিকার দাবি

হিউম্যান রাইটস ওয়াচ ও সিরিয়ার বিরোধী জোট আরব লীগের উদ্দেশ্যে শুধু সিরিয়াকে বহিষ্কার নয়, এই রাষ্ট্রজোটের উচিত নিজস্ব উদ্যোগে জাতিসংঘের দ্বারস্থ হওয়া এবং সিরিয়ার উপর অস্ত্রশস্ত্র সহ অন্যান্য ক্ষেত্রেও নিষেধাজ্ঞা চাপানোর দাবি জানানো৷ উদ্দেশ্য, প্রেসিডেন্ট বাশার আল আসাদ যেন অবশেষে বুঝতে পারেন, যে তাঁর পদক্ষেপের পরিণতি মোটেই সুখকর হবে না৷

সুনির্দিষ্ট অভিযোগ

‘হিউম্যান রাইটস ওয়াচ'-এর অভিযোগ, আসাদ প্রশাসন সুপরিকল্পিতভাবে নিরীহ মানুষের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে৷ এই অভিযোগের সপক্ষে অত্যন্ত স্পষ্ট তথ্য-প্রমাণ পেশ করেছে সংগঠনটি৷ যেমন এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে অগাস্টের শেষ পর্যন্ত হোমস শহর ও প্রদেশের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে তাদের রিপোর্টে৷ সিরিয়ার নিরাপত্তা বাহিনীর অত্যাচারের শিকার ও প্রত্যক্ষদর্শী সহ মোট ১১০ জনের জবানবন্দীর ভিত্তিতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী সেখানে কমপক্ষে ৫৮৭ জন নিরীহ মানুষকে হত্যা করেছে৷ রিপোর্টে সামরিক বাহিনীর ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জামের বিস্তারিত বিবরণও রয়েছে৷ বিক্ষোভকারীদের এলাকায় খাদ্য ও পানীয় জল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ বন্ধ করে দেওয়ার মতো ঘটনারও উল্লেখ রয়েছে৷

উল্লেখ্য, সিরিয়ায় প্রতিদিনই বিক্ষোভকারীদের উপর নিরাপত্তা বাহিনীর হামলা চলছে৷ কিন্তু মিশর বা লিবিয়ার মতো বিদেশি সংবাদ মাধ্যম সেখানে গিয়ে সরাসরি পরিস্থিতি যাচাই করার সুযোগ পাচ্ছে না৷ বিরোধীদের তোলা ছবি ও ভিডিও চোরাপথে দেশের বাইরে পাচার করা হচ্ছে, যা দেখে পরিস্থিতি সম্পর্কে কিছু ধারণা পাওয়া যায়৷ গত প্রায় ৮ মাস ধরে সেদেশে সরকারের দমন অভিযান চলছে৷

আন্তর্জাতিক তৎপরতা

মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন সহ পশ্চিমা বিশ্ব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে চাইলেও রাশিয়া ও চীনের বিরোধিতায় কিছু করা যাচ্ছে না৷ এর প্রতিবাদে সিরিয়ায় বিক্ষোভকারীরা রাশিয়া ও চীন বিরোধী বিক্ষোভও দেখিয়েছে৷ এবার বিরোধীদের ঐক্য পরিষদের এক প্রতিনিধিদল রাশিয়ার সরকারের আমন্ত্রণে মস্কো যাচ্ছে৷ রুশ অর্থোডক্স গির্জার পোপ সিরিল সপ্তাহান্তে দামেস্ক সফরে যাচ্ছেন৷ তিনি প্রেসিডেন্ট আসাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন৷ উল্লেখ্য, সিরিয়ার সংখ্যালঘু খ্রীষ্টান সম্প্রদায়ের এক নেতা মন্তব্য করেছেন, প্রেসিডেন্ট আসাদই বিরোধীদের দাবি মেনে সংস্কারের নেতৃত্ব দেওয়ার যোগ্য৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান