1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হোমস রক্ষায় আন্তর্জাতিক সহায়তা চাচ্ছে সংগ্রামীরা

৭ নভেম্বর ২০১১

সিরিয়ার হোমস শহরের বেসামরিক নাগরিকদের রক্ষায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে সেদেশের গণতন্ত্রকামীরা৷ গত কয়েকদিন ধরে শহরটিতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে সরকারি সেনারা৷

https://p.dw.com/p/136Na
বিশ্বের বিভিন্ন শহরে সিরিয়া সরকারের বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভ দেখা যাচ্ছে (ফাইল ফটো)ছবি: dapd

হোমস শহরের সর্বশেষ অবস্থা

সিরিয়ার অবরুদ্ধ শহর হোমস৷ সাম্প্রতিক সময়ে গণতন্ত্রের দাবিতে এই শহরেই সবচেয়ে বেশি আন্দোলন, বিক্ষোভ দেখা গেছে৷ সেদেশের প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিচ্ছে গণতন্ত্রকামীরা৷ তাদের এই আন্দোলন দমনে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে বাশার প্রশাসন৷ গত কয়েকদিন ধরে হোমস শহরে চলছে সেনা অভিযান৷ গত কয়েকঘণ্টায় সেখানে নিহতের সংখ্যা ২৩ বলে দাবি বার্তা সংস্থাগুলোর৷ সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল দাবি করেছে, হোমস শহরে মানবিক বিপর্যয় শুরু হয়েছে৷ সেখানকার বেসামরিক নাগরিকদের রক্ষায় তাই জাতিসংঘ, ইসলামিক সম্মেলন সংস্থা এবং আরব লিগের প্রতি আহ্বান জানিয়েছে এই কাউন্সিল৷ এক বিবৃতিতে সংগঠনটি হোমসে এখনই আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠানোরও আহ্বান জানিয়েছে৷

Syrien Unruhen Flash-Galerie
ছবি: picture alliance/dpa

সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল

সিরিয়া সরকারের বিরোধীদের নিয়ে তৈরি হয়েছে এই কাউন্সিল৷ এটি দাবি করেছে, রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত হোমসে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে সরকারি সেনারা৷ রাতভর সেখানে গোলাবর্ষণ করা হয়৷ অগুনতি বেসামরিক নাগরিককে হত্যার সঙ্গেও সরকারি সেনারা জড়িত বলে দাবি করেছে সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল৷ বিভিন্ন সূত্রের বরাতে বার্তাসংস্থাগুলো জানাচ্ছে, হোমস বিপর্যস্ত এক নগরীতে পরিণত হচ্ছে৷ সেখানে খাদ্য নেই, পানি নেই, বিদ্যুৎ নেই৷ এছাড়া লন্ডন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার সেনাবাহিনী ত্যাগী যোদ্ধারা সম্ভবত হোমস শহরে সরকারি সেনাদের প্রতিরোধের চেষ্টা করছে৷ এতে উভয়পক্ষেই হতাহতের ঘটনা ঘটছে৷

আন্তর্জাতিক উদ্যোগ

সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনতে আরব লিগের প্রাথমিক উদ্যোগ খুব একটা কার্যকর বলে মনে হচ্ছে না৷ গত দোসরা নভেম্বর বাশার প্রশাসন সেদেশে শান্তি উদ্যোগ বাস্তবায়নে আরব লিগের সঙ্গে ঐক্যমত্যে পৌঁছায়৷ কিন্তু সেই ঐক্যমত্যের পর এখন পর্যন্ত সিরিয়ায় অন্তত ৭০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে৷ এই সংকট নিয়ে তাই আগামী শনিবার কায়রোতে আবারো বৈঠকে বসবে আরব লিগ৷ এদিকে সিরিয়া সরকার দাবি করছে, সেদেশের সশস্ত্র গুণ্ডাদের মদদ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ জাতিসংঘের হিসেব অনুযায়ী, সিরিয়ায় গত মার্চ থেকে চলা সরকারবিরোধী আন্দোলনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা তিন হাজারের বেশি৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য