1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের রাজনীতি

২৬ এপ্রিল ২০১২

বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি’র নেতা ইলিয়াস আলী নিখোঁজ ইস্যুতে রাজনীতিতে সংঘাতের আশঙ্কা করা হচ্ছে৷ বিএনপি আন্দোলনের আগুনের হুমকি দিচ্ছে৷ সরকারী দল তাদের সঙ্গে কোন ধরনের আলোচনায়ই বসতে চাইছে না৷

https://p.dw.com/p/14kq9
ছবি: DW/S.K.Dey

শনিবার পর্যন্ত বিএনপি অপেক্ষা করবে৷ এর মধ্যে ইলিয়াস আলীকে তার পরিবারে কাছে ফিরিয়ে দেয়া না হলে কী করবে বিএনপি? তারা কি আবারো লাগাতার হরতাল দেবে – না অন্য কোন কর্মসূচি দেবে? তা এখন পর্যন্ত স্পষ্ট না হলেও বিএনপি নেতাদের যে কঠোর আন্দোলনের দিকে ঝোঁক, তা বোঝা যায় সহজেই৷ তারা সরকারের সঙ্গে আলোচনার কথা বলেছেন৷ কিন্তু আন্দোলনের হুমকি দিচ্ছেন তার চেয়ে অনেক বেশি উচ্চৈঃস্বরে৷ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সম্পাদক ফখরুল ইসলাম আলমগীরের ভাষায়, ‘রোববার থেকে আন্দোলনের আগুন জ্বলবে দাউ দাউ করে বাংলাদেশের সবুজ প্রান্তরে৷'

আর আওয়ামী লীগ ইলিয়াস আলীকে উদ্ধারের সব ধরনের চেষ্টার কথা বললেও বিরোধী দলের সঙ্গে কোন আলোচনায় বসতে নারাজ৷ আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের ভাষায়, ‘বিএনপির সঙ্গে আলোচনায় বসা মানে মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে যাওয়া৷ যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা৷ তাই বিএনপির সঙ্গে আলোচনায় বসা যায়না৷'

এই যখন সরকার আর বিরোধী দলের অবস্থান, তখন স্বাভাবিক কারণেই সংঘাতের রাজনীতি নিয়ে আশঙ্কা জাগে৷ দৈনিক প্রথম আলোর উপ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান খান বলেন, সংঘাতময় পরিস্থিতি এড়াতে সরকারকেই প্রথম দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে৷ সরকারের অঙ্গগুলোকে কাজ করতে হবে স্বাধীনভাবে৷

তবে বিরোধী দলকেও দায়িত্বশীল হতে হবে৷ তাদের হরতাল সহ আন্দোলনের ইস্যু খুঁজলে চলবেনা৷ প্রকৃত পরিস্থিতি অনুধাবন করে রাজনৈতিক কর্মসূচি হাতে নিতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য