1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়ার বিদ্রোহীদের মধ্যে ফাটলের আশঙ্কা দেখা যাচ্ছে

৫ আগস্ট ২০১১

গত সপ্তাহে লিবিয়ার বিদ্রোহী পক্ষের কমান্ডার আব্দুল ফাতাহ ইউনিসের রহস্যজনক হত্যাকাণ্ডের ফলে গাদ্দাফি-বিরোধী শক্তির ঐক্য নিয়ে প্রশ্ন উঠছে৷

https://p.dw.com/p/12BIY
FILE - In this Monday, June 20, 2011 file photo, rebel fighters fire a Grad rocket at the front line west of Misrata, Libya. What appeared an unstoppable groundswell for change across the Middle East earlier this year, has splintered into scattered and indecisive conflicts that have left thousands dead and Western policy makers juggling roles ranging from NATO airstrikes in Libya to worried bystanders in Syria and Yemen.(AP Photo/Hassan Ammar/file)
ছবি: dapd

বিদ্রোহীদের শিবিরে সমস্যা

লিবিয়ার গৃহযুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না৷ ন্যাটোর সহায়তায় প্রায় ৫ মাস ধরে গাদ্দাফির বাহিনীর বিরুদ্ধে সংঘর্ষ চালানোর পরেও বিদ্রোহীরা প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারে নি৷ ফলে দেশে চরম অরাজকতা বা উগ্র ইসলামপন্থীদের ক্ষমতা দখলের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ আব্দুল ফাতাহ ইউনিসের হত্যাকাণ্ড সেই আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে৷ বিদ্রোহী শিবিরের মধ্যেই ক্ষমতা দখলের গোপন লড়াই চলছে কি না, সেই প্রশ্ন বার বার উঠে আসছে৷ বিদ্রোহী বাহিনীর সামরিক কাঠামোর একটা বড় ভরসা ছিলেন ইউনিস৷ এককালে গাদ্দাফির ঘনিষ্ঠ এই সামরিক কর্মকর্তা যখন বিদ্রোহের শুরুতেই বিরোধীদের শিবিরে যোগ দিয়েছিলেন, তখন তাঁর বিশাল অভিজ্ঞতা নতুন এক উদ্দীপনা এনে দিয়েছিল৷

বিতর্কিত চরিত্র ইউনিস

তবে ইউনিসকে ঘিরে বিতর্কও কম ছিল না৷ ১৯৬৯ সালে যে অভ্যুত্থানের মাধ্যমে গাদ্দাফি ক্ষমতা দখল করেছিলেন, তার অন্যতম স্থপতি ছিলেন ইউনিস৷ ফলে এবারও তিনি বিদ্রোহী শিবিরে থেকে গোপনে আসলে গাদ্দাফির হয়ে কাজ করছেন কি না, সেবিষয়ে কিছু মহলে গভীর সন্দেহ দেখা দিয়েছিল৷ বিদ্রোহীদের অন্যতম নেতা আশউর আল শামেস অবশ্য মনে করেন, গাদ্দাফির লোকেরাই ইউনিসকে হত্যা করেছে৷ তিনি আরও বললেন, ‘‘গাদ্দাফিই একমাত্র ব্যক্তি, আব্দুল ফাতাহ ইউনিসের মৃত্যুর ফলে যার উপকার হয়েছে৷ কারণ ইউনিসই বছরের পর বছর ধরে তাঁর পাশে ছিলেন এবং গাদ্দাফি সম্পর্কে অন্য কেউ এতো কিছু জানতো না৷ ইউনিস যে কোনো দিন সেসব তথ্য ফাঁস করে দিতে পারতেন৷ তিনি লিবিয়ার সেনাবাহিনী ও ভাড়াটে বাহিনীর চরিত্র সম্পর্কে বেশ ভালোই খবর রাখতেন৷ গাদ্দাফির ক্ষমতাকেন্দ্র সম্পর্কেও তাঁর সবচেয়ে ভালো ধারণা ছিল৷ এসব কারণে তাঁকে বিপজ্জনক মনে করা হতো৷''

Title: 01_Man, son, gun and moon Tags: Rebel; gun; moon; Libya Author: Gaia Anderson When: July 2011 Where: Rujban, Libya Description of the pic: This rebel fighter says that the people of the Jabal Nafusa are tired of using weapons after nearly 5 months of fighting against Gaddafi's regime for the freedom of Libya. He says people want to start living a normal life in a country where they can work, run a business, give their children an education and, especially, push away the past and begin building a new and real Libya.
ছবি: Gaia Anderson

ইউনিস সম্পর্কে সংশয়

এই অনুমান কতটা সত্য, তা বলা কঠিন৷ ইউনিসের হত্যাকাণ্ড সম্পর্কে অস্পষ্টতা এখনো কাটে নি, হত্যাকারী সন্দেহে শুধু কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ কিছু পর্যবেক্ষক মনে করেন, শুরু থেকেই বিদ্রোহী শিবিরের একাংশ ইউনিসকে মেনে নিতে পারে নি৷ লিবিয়া বিশেষজ্ঞ আলফ্রেড হাকেন্সব্যার্গার মনে করেন, বিদ্রোহীদের একাংশই ইউনিসের হত্যার জন্য দায়ী৷ তিনি বললেন, ‘‘একথা সবাই জানে যে বাস্তবে বিদ্রোহীদের মধ্যে কোনো ঐক্য নেই৷ বিভিন্ন গোষ্ঠীর সমন্বয়ে এই আন্দোলন গড়ে তোলা হয়েছে৷ এই বাস্তব সত্য হয় অস্বীকার করা হয়েছে, অথবা সংবাদ মাধ্যম বিষয়টিকে তেমন গুরুত্ব দেয় নি৷ বিদ্রোহীদের মধ্যে এমনকি বেশ কিছু উগ্র ইসলামপন্থী ও কোনো নেতার ব্যক্তিগত মিলিশিয়া বাহিনীও রয়েছে৷ শোনা যায়, গাদ্দাফি-পন্থী মিলিশিয়াও নাকি বিদ্রোহীদের মধ্যে মিশে গেছে৷''

বিদ্রোহী শিবিরের চালচিত্র

হাকেন্সব্যার্গার আরও জানালেন, যে দেশের পূর্ব ও পশ্চিম অঞ্চলের বিদ্রোহীদের মধ্যেও সাম্প্রদায়িক ও জাতিগত কারণে গভীর মতভেদ রয়েছে৷ শুধু গাদ্দাফির বিরোধিতাই তাদের ঐক্যবদ্ধ রেখেছে৷ পূবের জনগোষ্ঠী পশ্চিমের তুলনায় অনেক বেশি রক্ষণশীল৷ সেখানে রাস্তাঘাটে বেশি নারী দেখা যায় না৷ উগ্র ইসলামপন্থীদের দৌরাত্ম্য সম্পর্কে যে আশঙ্কা রয়েছে, সেবিষয়ে বিদ্রোহী নেতা আশউর আল শামেস মনে করেন, বেনগাজিতে কিছু সশস্ত্র কট্টরপন্থী মিলিশিয়া আছে৷ বিদ্রোহের প্রথম দিকে তাদের সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলেও ক্রমশ তাদের চিহ্নিত করা সম্ভব হয়েছে৷ এখন তাদের উপর নিয়ন্ত্রণ আগের তুলনায় অনেক বেড়ে গেছে৷

উগ্র ইসলামপন্থীদের দৌরাত্ম্য

তবে বাস্তব সত্য হল, বিদ্রোহীদের মধ্যে আফগানিস্তান ও ইরাক-ফেরত যোদ্ধারা মিশে রয়েছে৷ যোদ্ধা হিসেবে তারা বাকিদের থেকে বেশি দক্ষ৷ তারা একসময় আল কায়েদার হয়েও সংগ্রামে অংশ নিয়েছে বলে শোনা যায়৷ দার্না শহরের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাদেরই একজন৷ তিনি নাকি খোদ ওসামা বিন লাদেনের সঙ্গে প্রশিক্ষণ নিয়েছিলেন৷ এই অবস্থায় শেষ পর্যন্ত উগ্র ইসলামপন্থীরাই ইউনিসের হত্যার জন্য দায়ী প্রমাণিত হলে বিদ্রোহীদের ভাবমূর্তি বেশ ধাক্কা খাবে৷ ইতিমধ্যে প্রায় ৩০টিরও বেশি দেশ তাদের পরিষদকেই লিবিয়ার বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দিয়েছে৷ বিদেশে গাদ্দাফির গচ্ছিত অর্থ ও সম্পত্তি বিদ্রোহীদের হাতে তুলে দেওয়া হচ্ছে৷ সেই অর্থের ভাগ পেতেও বিদ্রোহী গোষ্ঠীগুলির মধ্যে প্রবল রেষারেষি মোটেই তেমন বিস্ময়ের কারণ নয়৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য