1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সামরিক কমান্ডারের হত্যার পর লিবিয়ার বিদ্রোহী শিবিরে সংকট

Sanjiv Burman২৯ জুলাই ২০১১

লিবিয়ার বিদ্রোহীদের সামরিক কমান্ডার আব্দেল ফাতাহ ইউনেস’এর রহস্যজনক মৃত্যুকে ঘিরে বিরোধী শিবিরে সংকট দেখা দিয়েছে৷ গাদ্দাফি-বিরোধী অভিযানের উপর এই ঘটনার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

https://p.dw.com/p/126H5
নিহত আব্দেল ফাতাহ ইউনেসছবি: dapd

ইউনেস'এর পরিচয় ও তাঁর মৃত্যুকে ঘিরে রহস্য

১৯৬৯ সালে যে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মুয়াম্মার আল গাদ্দাফি ক্ষমতা দখল করেছিলেন, তাতে ইউনেস'ও জড়িত ছিলেন৷ পরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রী হন৷ বেনগাজি থেকে বিদ্রোহীদের আন্দোলন শুরু হওয়ার পর তিনি প্রায় ৮,০০০ সৈন্যকে সঙ্গে নিয়ে গাদ্দাফি-বিরোধীদের শিবিরে চলে আসেন এবং তাঁকে বিদ্রোহীদের সামরিক কমান্ডার হিসেব নিযুক্ত করা হয়৷ সম্প্রতি তাঁকে গাদ্দাফি প্রশাসনের সঙ্গে আলোচনার জন্য ব্রেগা পাঠানো হয়েছিল৷ আচমকা তাঁকে বেনগাজি'তে তলব করা হয়৷ বৃহস্পতিবার শোনা গিয়েছিল যে তাঁকে আটক করা হয়েছে৷ তারপর এক সাংবাদিক সম্মেলনে বিরোধীরা জানায়, দুই দেহরক্ষী সহ তাঁকে হত্যা করা হয়েছে৷ বিদ্রোহীদের নেতা মুস্তফা আব্দেল জলিল জানান, ইউনেস তাদের সামনে হাজির হওয়ার আগেই তাঁকে হত্যা করা হয়৷ শুক্রবার ইউনেস'এর অনুগামীরা তাঁর বুলেট-বিদ্ধ মরদেহ কফিনে করে বেনগাজির কেন্দ্রীয় চত্বরে নিয়ে এসেছে৷ বুলেট ছাড়াও শরীরের কিছু অংশ পুড়ে গিয়েছিল বলে তাঁর এক আত্মীয় দাবি করেছেন৷ তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ ইউনেস টেলিফোনে নিজের ফেরার কথা জানিয়েছিলেন৷ তারপর বেনগাজিতেই তাঁর মৃতদেহ পাওয়া যায়৷ ইউনেস'এর পরিবার অবশ্য বিদ্রোহী নেতা জলিলের প্রতি আনুগত্য প্রকাশ করেছে৷

Superteaser NO FLASH Libyen Militärchef Abdel Fattah Junes getötet
ইউনেস'এর পরিচয় ও তাঁর মৃত্যুকে ঘিরে রহস্য তৈরি হয়েছেছবি: dapd

হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত?

একদল মনে করছে, বিদ্রোহীদের শিবিরেই ফাটল দেখা দিয়েছে৷ অর্থাৎ অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে আব্দেল ফাতাহ ইউনেস'কে হত্যা করা হয়েছে৷ অথবা গাদ্দাফি প্রশাসন প্রতিশোধ নিতে ত্রিপোলি থেকে হত্যাকারী পাঠিয়েছে, এই অভিযোগও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ তাছাড়া এর মাধ্যমে বিরোধীদের মধ্যে বিভেদ সৃষ্টি করার ষড়যন্ত্রের গন্ধও পাচ্ছে অনেকে৷ বিদ্রোহীদের মধ্যে গাদ্দাফির অনেক চর লুকিয়ে রয়েছে বলে শুরু থেকেই সন্দেহ করা হচ্ছিল৷ ইউনেস'এর হত্যার খবর পেয়ে ত্রিপোলিতে উল্লাসের খবর পাওয়া গেছে৷

বিদ্রোহীদের সংগ্রামের উপর প্রভাব

লাগাতার হামলা সত্ত্বেও গাদ্দাফি প্রশাসন ত্রিপোলি সহ দেশের একাংশের উপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে ঠিকই, কিন্তু বিদ্রোহীদের সামরিক অভিযান আগের তুলনায় স্থায়ী সাফল্য অর্জন করতে পারছে৷ দেশের পশ্চিমে তারা আরও এলাকা দখল করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে৷ আন্তর্জাতিক মঞ্চে তারা আরও স্বীকৃতি পেতে শুরু করেছে৷ গাদ্দাফির সঙ্গে আলোচনা এখনো পর্যন্ত ব্যর্থ হওয়ায় রমজান মাসেও যুদ্ধ চালাবার জন্য তারা প্রস্তুত হচ্ছিল৷ অর্থাৎ গাদ্দাফির প্রস্থানের সময় এগিয়ে আসছে, ঠিক এমন এক অবস্থায় ইউনেস'এর মৃত্যু বিরোধীদের জন্য মোটেই সুবিধাজনক হবে না বলে মনে করা হচ্ছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান