1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিমিয়ানমার

মিয়ানমারে সেনাবাহিনীর বিমান হামলায় অর্ধশতাধিক নিহত

১১ এপ্রিল ২০২৩

মিয়ানমারের সাগাইং এলাকায় বিদ্রোহীদের একটি সমাবেশে বিমান হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে৷ স্থানীয় গণমাধ্যমের একাংশ বলছে মৃতের সংখ্যা তার চেয়ে অনেক বেশি৷

https://p.dw.com/p/4PuHh
Symbolbild Widerstandskämpfer in Myanmar
মিয়ানমারে ২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে সামরিক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ চলছে৷ ফাইল ফটো৷ ছবি: Thuya Zaw/ZUMA Wire/picture alliance

মিয়ানমারের সাগাইং এলাকায় বিদ্রোহীদের একটি সমাবেশে বিমান হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে৷ স্থানীয় গণমাধ্যমের একাংশ বলছে মৃতের সংখ্যা তার চেয়ে অনেক বেশি৷

বিবিসি বার্মিজ, রেডিও ফ্রি এশিয়া এবং ইরাওয়াদ্দি নিউজ পোর্টাল স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে নিহতদের মধ্যে অনেক সাধারণ মানুষ রয়েছেন এবং মৃতের সংখ্যা সব মিলিয়ে ১০০-ও ছাড়িয়ে যেতে পারে৷

সংবাদ সংস্থা রয়টার্স অবশ্য খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি৷ কারণ, ক্ষমতাসীন সেনাসরকারেরএক মুখপাত্রকে কয়েকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি৷

নাম প্রকাশে অনিচ্ছুক পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ)-এর এক সদস্য রয়টার্সকে জানিয়েছেন, তাদের স্থানীয় দপ্তর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কয়েকটি জঙ্গি বিমান থেকে গুলিবর্ষণ করা হয়। তিনি বলেন, ‘‘ঠিক কতজন নিহত হয়েছেন তা এখনো স্পষ্ট নয়৷ আমরা সব মরদেহ এখনও উদ্ধার করতে পারিনি৷''

২০২১ সালে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী৷ এরপর থেকে সে দেশে চলছে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন৷ আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ নিয়মিতই উঠছে ক্ষমতাসীন সামরিক সরকারের বিরুদ্ধে৷ 

এপিবি/এসিবি (রয়টার্স)