1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভোট দিলেন ভিআইপিরা

সাগর সরওয়ার/আরাফাতুল ইসলাম২৯ ডিসেম্বর ২০০৮

ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার, সেনাবাহিনী প্রধান ও শীর্ষ দুই নেত্রী৷ ভিআইপিরা সবাই নির্বাচন সম্পর্কে একই ধরনের মন্তব্য করেন৷ এদিকে প্রাপ্ত খবরে জানা গেছে, সারাদেশে ভোট গ্রহণ চলছে সুষ্ঠুভাবে৷

https://p.dw.com/p/GORW
সকাল দশটা পাঁচ মিনিটে গুলশান মডেল স্কুল এন্ড কলেজে ভোট দিতে যান প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ৷ (ফাইল ফটো)ছবি: DW

সকাল দশটা পাঁচ মিনিটে গুলশান মডেল স্কুল এন্ড কলেজে ভোট দিতে যান প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ৷ ভোট প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রধান উপদেষ্টা বলেন, আমি আশা করছি সকলে নির্বাচনের ফলাফল মেনে নেবেন৷

Dr. A T M Shamsul Huda
প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা৷

প্রধান উপদেষ্টা বলেন, সকাল থেকে সারাদেশে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে৷ ব্যাপক সংখ্যক মানুষ ভোট দিচ্ছে৷ জনগণ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে৷ নির্বাচনে কোন ধরনের কারচুপি হওয়ার অবকাশ নেই৷

গুলশানের এই ভোটকেন্দ্রটিতে সকাল থেকেই উপস্থিত ছিলেন সাগর সরওয়ার৷ তিনি জানান, প্রধান উপদেষ্টা ভোট দেবার ঠিক পাঁচ মিনিট আগে ভোট দিতে আসেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা৷ ডয়চে ভেলেকে শামসুল হুদা বলেন, আমি খুশি৷ প্রায় দুই বছর ধরে আমরা যে চেষ্টা করেছি, এই চেষ্টার একটা সফল ফলাফল এখন আসছে৷

হুদা বলেন, নির্বাচন নিয়ে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে৷ গতকাল টিভিতে দেখলাম মানুষ নিজের টাকা খরচ করে দেশের বাড়ি যাচ্ছে ভোট দিতে৷ এতেই বোঝা যায় যে, মানুষ ভোট দিয়ে একটি সুন্দর সরকার গঠন করতে চায়৷

এদিকে, ধানমণ্ডির সিটি কলেজ কেন্দ্রে সকাল সাড়ে আটটায় ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা৷ ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেছেন, 'ইনশাল্লাহ মহাজোট ক্ষমতায় যাবে৷' একমাত্র আওয়ামী লীগই কোন ঝামেলা না করে ক্ষমতা হস্তান্তর করেছে৷ এছাড়া অন্য রাজনৈতিক দলগুলো কখনও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেনি৷ তিনি বলেন, এ কারণেই এই দুই বছর সাধারণ মানুষকে কষ্ট করতে হয়েছে৷

শেখ হাসিনা বলেন, গত রাতে চারদলীয় জোটের প্রার্থীরা যেভাবে টাকা ছড়িয়েছে তা উদ্বেগের৷ টাকাসহ কয়েক প্রার্থীর লোকজনকে গ্রেফতার করার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এবারও তারা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেছে৷

General Moin U Ahmed
সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদ৷ছবি: DW / Samir Kumar Dey

দুপুর সোয়া ১২টা নাগাদ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট দেন৷ সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, এই পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি তাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে৷

নির্বাচনের ফলাফল মেনে নিবেন কিনা- সংক্রান্ত এক প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, এটা এখনই বলার মত কোন বিষয় নেই৷ নির্বাচনের ফলাফল আসুক তারপর আমরা বলতে পারবো৷

একই কেন্দ্রে সাড়ে ১১টা নাগাদ ভোট দিতে আসেন সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদ৷ সাংবাদিকদের তিনি বলেন, গণতন্ত্রের পথে এই নির্বাচন একটি বড় বিজয়৷

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ভোট দিয়েছেন ঢাকার বাইরে৷ রংপুর-৩ (সদর) আসনের সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার সকাল ৮টা এক মিনিটে প্রথম ভোটটি দেন এরশাদ৷ ভোট প্রদানের পর এরশাদ জানান যে, তার দল কমপক্ষে ৩০টি আসনে জয়ী হবে৷ সুন্দর পরিবেশে সুষ্ঠু নির্বাচন হলে মহাজোট ক্ষমতায় আসবে বলেও তিনি দৃঢ় আশা প্রকাশ করেছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান