1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতকে হারিয়ে যুবাদের এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশ

১৫ ডিসেম্বর ২০২৩

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে চার উইকেটে হারালো বাংলাদেশ৷ রোববার আয়োজক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফাইনাল খেলবে মাহফুজুররা৷

https://p.dw.com/p/4aDo8
ব্যাট ও বলের ছবি
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে চার উইকেটে হারালো বাংলাদেশছবি: Fotolia/S.White

টসে জিতে শুরুতে ফিল্ডিং বেছে নেন অধিনায়ক মাহফুজুর রহমান৷ সিদ্ধান্তটি যে ভুল ছিল না তা বুঝিয়ে দেন বোলাররা৷ প্রথম ওভারের দ্বিতীয় বলেই আদর্শ সিংকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ভারতের প্রথম উইকেট তুলে নেন মারুফ মৃধা৷ নিজের দ্বিতীয় ওভারে ভারতের ১০ রানের মাথায় দ্বিতীয় আঘাত হানেন মৃধা৷ তুলে নেন অপর ওপেনার আর্শিন কুলকার্নির উইকেটও৷ এরপর মাত্র তিন রান যোগ করতেই তৃতীয় উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ভারতের যুবারা৷ ১৬ তম ওভারে ষষ্ঠ উইকেট হারিয়ে ৬১ রান তোলে তারা৷ কিন্তু এই পর্যায়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন মুশির খান ও মুরুগান অভিষেক৷ দুইজনই অর্ধশত রান করেন৷ ইনিংসের সবচেয়ে বড় জুটিতে যোগ করেন ৮৪ রান৷ ৪২ ওভার চার বল খেলে সব উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৮৮৷ চার উইকেট নিয়েছেন মারুফ৷ দুইটি করে উইকেট নিয়েছেন রোহানাত ও শেখ পারভেজ৷

জবাবে বাংলাদেশও প্রথম ওভারেই দুই রানের মাথায় জিশানকে হারায়৷ ষষ্ঠ ওভারে ২১ রানে দ্বিতীয় উইকেট ও দশম ওভারে ৩৪ রানে তৃতীয় উইকেটের পতনে চাপে পড়ে বাংলাদেশ৷ কিন্তু সেই চাপ অনায়াসে সামলে নেন আরিফুল আর আহরার৷ ৯০ বলে ৯৪ রানে আউট হয়ে শতক থেকে বঞ্চিত হন আরিফুল৷ আর ১০১ বলে ৪৪ রান করে তাকে ঠান্ডা মাথায় সঙ্গ দেন আহরার৷ দলীয় ১৭২ রানে এই জুটি ভাঙে৷ এরপর দ্রুত দুই উইকেট পড়লেও সাত ওভার হাতে রেখে চার উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ৷ বোলিং নৈপুণ্যে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন মারুফ মৃধা৷

এফএস/এসিবি (ক্রিকইনফো)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য