1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনূর্ধ ১৯ বিশ্বকাপের গ্রুপ ডি-তে বাংলাদেশ চ্যাম্পিয়ন

দেবারতি গুহ২২ ফেব্রুয়ারি ২০০৮

অনূর্ধ ১৯ বিশ্বকাপ দিল এক দারুণ চমক৷ মাত্র একশ-উনপঞ্চাশ রানের জোরেই গ্রুপ ডি-এর চ্যাম্পিয়ন হয়ে গেল বাংলাদেশ৷ যে সে টিম নয়, হারালো একেবারে ক্রিকেট-প্রবক্তা ইংল্যান্ডকে৷ তাদের একশ-ছত্তিরিশ রানে বেঁধে ফেলে, ১৩ রানে জিতকে হাতের মুঠোয় ভরেছে সোহরাওয়ার্দি শুভর দল৷

https://p.dw.com/p/DPZU
ছবি: Harun Ur Rashid Swapan

অথচ শুরুটা কিন্তু হয়েছিল এক্কেবারে অন্যরকম৷ জেমস হ্যারিসের মারাত্মক বোলিংয়ে, বেয়াল্লিশ ওভারে একশ-পঞ্চাশের ঘরও পার করতে পারেনি বাংলাদেশ৷ উনত্রিশ রানে ৫ উইকেট নেন হ্যারিস৷ টসে হেরে ব্যাট করতে নেমে উইকেট হারাতে হারাতে এক পর্যায়ে বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছিল ৭ উইকেটে উনপঞ্চাশ৷ তাই, অধিনায়ক শুভ একশ বলে ছিয়ান্ন রানের ইনিংসটি না খেললে বাংলাদেশের হাত থেকে ম্যাচ যে বেরিয়ে যেত - সে কথা বলাই বাহুল্য৷

তবে, ওই একশ-উনপঞ্চাশ রানই ইংল্যান্ডের সামনে হিমালয়-প্রমাণ হয়ে দাঁড়ায়৷ বাংলাদেশ দলের বুদ্ধিদীপ্ত বোলিং-ই হয়ে ওঠে তরুপের তাস৷ ইংল্যান্ডের কেউ তিরিশের ঘরও পার করতে পারে না৷ সাতচল্লিশ দশমিক চার ওভারে তাই মাত্র একশ-ছত্তিরিশ রানেই গুটিয়ে যেতে হয় ইংল্যান্ডকে৷ বাংলাদেশের তরফ দুটি করে উইকেট নেন নাসির হোসেন ও মাহমুদুল হাসান৷ ছিয়ান্ন রানে অপরাজিত থাকার পর, ২১ রানে ১ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন অধিনায়ক শুভ৷