1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইউক্রেন

বুধবারই ওয়াশিংটনে যাচ্ছেন জেলেনস্কি

Sanjiv Burman২১ ডিসেম্বর ২০২২

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ওয়াশিংটন সফর করছেন৷ হোয়াইট হাউস জানিয়েছে, যে তিনি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন৷ জেলেনস্কি মার্কিন কংগ্রেসেও ভাষণ দেবেন৷

https://p.dw.com/p/4LGMx
জেলেনস্কি
জেলেনস্কিছবি: AFP/Getty Images

গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের উপর রাশিয়ার হামলা শুরু হবার পর থেকে রাজধানী কিয়েভ ছেড়ে খুব বেশি সময় দূরে থাকেন নি প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কি৷ ইউক্রেনের সৈন্যদের মনোবল বাড়াতে তিনি অঘোষিত সফরে দেশের বিভিন্ন প্রান্তে সংক্ষিপ্ত সফর করছেন৷ নিরাপত্তার কারণে কিয়েভেও তার অবস্থান যতটা সম্ভব গোপন রাখা হয়৷ যুদ্ধের সময়ে জেলেনস্কি মূলত ভিডিও লিংকের মাধ্যমে বিদেশে বিভিন্ন মঞ্চে নিজের বক্তব্য রেখে আসছেন এবং নেতাদের সঙ্গে আলোচনা করছেন৷ এবার তিনি সেই প্রথা ভেঙে  ওয়াশিংটনের উদ্দেশ্যে রওয়ানা হলেন৷

রাশিয়ার হামলা শুরু হবার পর এটাই প্রেসিডেন্ট জেলেনস্কির প্রথম ঘোষিত বিদেশ সফর৷ বুধবার অ্যামেরিকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে মুখোমুখি আলোচনা করবেন তিনি৷ হোয়াইট হাউস এই খবরের সত্যতা স্বীকার করেছে৷ মার্কিন কংগ্রেসেও ভাষণ দিতে পারেন জেলেনস্কি৷ মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষের বিদায়ী স্পিকার ন্যান্সি পেলোসি সদস্যদের বুধবার সশরীরে উপস্থিত থাকার বিশেষ অনুরোধ করায় জল্পনাকল্পনা বাড়ছিলো৷ তবে মঙ্গলবার রাতে মার্কিন সংবাদ মাধ্যমে এমন দাবি করা হলেও ওয়াশিংটন ও কিয়েভ বিষয়টি নিয়ে প্রথমে মুখ খোলে নি৷ ওয়াশিংটনে নিরাপত্তা জোরদার করা হচ্ছে বলে একাধিক সংবাদ মাধ্যম দাবি করছিল৷

রাশিয়ার লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে বিপর্যস্ত ইউক্রেন পশ্চিমা বিশ্ব থেকে আরও অস্ত্র ও সামরিক সরঞ্জাম চেয়ে আসছে৷ বিশেষ করে আকাশসীমার সুরক্ষার জন্য আরও ‘এয়ার ডিফেন্স সিস্টেম' মোতায়েন করা জরুরি হয়ে উঠছে৷ মার্কিন যুক্তরাষ্ট্রের পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনের দুর্দশা কমাতে সাহায্য করতে পারে৷ জেলেনস্কি সশরীরে ওয়াশিংটনে আসার পর মার্কিন প্রশাসন আনুষ্ঠানিকভাবে দ্রুত সেই প্রণালী সরবরাহের ঘোষণা করবে বলে প্রত্যাশা বাড়ছে৷ হোয়াইট হাউসও এমন ইঙ্গিত দিয়েছে৷ গত সপ্তাহেই রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে সে বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছিল, ইউক্রেনের হাতে অন্য যে কোনো ভারি অস্ত্রের মতো পেট্রিয়টও রাশিয়ার ‘বৈধ লক্ষ্যমাত্রা' হয়ে উঠবে৷

রাশিয়ার হামলার শুরু থেকেই ইউক্রেনের প্রতি পশ্চিমা বিশ্বের সমর্থন ও সহায়তা অটুট রয়েছে৷ মঙ্গলবারই মার্কিন কংগ্রেসের দুই রাজনৈতিক দল বাজেট সম্পর্কে ঐকমত্যে পৌঁছেছে, যার মধ্যে ইউক্রেনের জন্য প্রায় ৫,০০০ কোটি ডলার সহায়তাও রয়েছে৷ তবে ইউক্রেনকে আরও উন্নত ও ভারি অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সরবরাহের প্রশ্নে অ্যামেরিকা ও ইউরোপের শীর্ষ নেতাদের মনে দ্বিধা এখনো দূর হচ্ছে না৷ এমন প্রেক্ষাপটে জেলেনস্কি ওয়াশিংটনে সরাসরি মার্কিন রাজনৈতিক নেতাদের সামনে দাঁড়িয়ে নিজের দেশের কঠিন পরিস্থিতি তুলে ধরে তাদের মত বদলের আশা করছেন৷

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন শীতকালেও ইউক্রেনের উপর হামলায় কোনো বিরতির লক্ষণ দেখাচ্ছেন না৷ তিনি সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সংলাপ আরও বাড়িয়ে নতুন লক্ষ্যমাত্রা স্থির করার তোড়জোড় করছেন৷ মঙ্গলবার রাশিয়ার হামলায় জর্জরিত বাখমুত শহরে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নিজে পরিস্থিতি খতিয়ে দেখেছেন৷ সেখানকার ইউক্রেনীয় সৈন্যরা নিজেদের স্বাক্ষরসহ ইউক্রেনের একটি পতাকা তার হাতে তুলে দিয়ে সেটি বাইডেন ও মার্কিন কংগ্রেসকে দেবার অনুরোধ করেন৷

এসবি/এসিবি (ডিপিএ, এএফপি)