1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজউত্তর অ্যামেরিকা

বিরাট ধর্মঘটের মুখে হলিউড

১৩ জুলাই ২০২৩

চিত্রনাট্য়কারেরা আগেই ধর্মঘট করেছে। এবার সেই পথেই হাটতে চলেছে অভিনেতাদের ইউনিয়ন।

https://p.dw.com/p/4TnZL
হলিউডে অভিনেতাদের স্ট্রাইক
ছবি: Robert Hanashiro/USA TODAY/picture alliance

মার্কিন সময় বুধবার রাতের মধ্যে আলোচনা সফল না হলে অনির্দিষ্ট সময়ের জন্য ধর্মঘটের হুমকি দিয়েছে অভিনেতাদের ইউনিয়ন। আলোচনা শুরু হয়েছে। কিন্তু শেষপর্যন্ত তা ফলপ্রসূ হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

হলিউডের অভিনেতা ইউনিয়নের নাম স্য়াগ-আফট্রা। প্রায় এক লাখ ষাট হাজার অভিনেতা এর সঙ্গে যুক্ত। একাধিক দাবি তাদের। বেতনবৃদ্ধি করতে হবে, অনলাইন স্ট্রিমিং সার্ভিসগুলিকে অভিনেতাদের বেশি টাকা দিতে হবে। সাধারণত কোনো ছবি বা সিরিয়াল যখন মার্কিন টেলিভিশনে দেখানো হয়, তখন সেই ছবির জনপ্রিয়তার উপর নির্ভর করে অভিনেতাদের বিশেষ স্টিমিউলেশন বা ইনসেনটিভ দেওয়া হয়। যা অভিনেতাদের রোজগারের একটি বড় জায়গা। অভিযোগ, অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলি কোন ছবি কেমন চলছে, তার নির্দিষ্ট কোনো তথ্য দেয় না। ইনসেনটিভও দেওয়া হয়। ইউনিয়নের দাবি, স্ট্রিমিং সংস্থাগুলিকেও সেই ইনসেনটিভ দিতে হবে।

ইউনিয়নের অভিযোগ, এবিষয়ে স্টুডিও কর্তৃপক্ষের সঙ্গে তারা আলোচনার চেষ্টা করেছিল। কিন্তু স্টুডিও কর্তৃপক্ষ তাদের কথা শোনেননি। উপরন্তু তারা খবর ফাঁস করে দিয়েছে বাইরে। তাই প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করতে চেয়েছে ইুনিয়ন। বুধবার রাতে সেই বৈঠক শুরু হয়েছে।

লেখকদের স্ট্রাইক

গত মে মাস থেকে হলিউডের লেখকেরা ধর্মঘট শুরু করেছেন। সাড়ে এগারো হাজার লেখক একসঙ্গে ধর্মঘটে নেমেছেন। বেতনবৃদ্ধ-সহ একাধিক দাবি আছে তাদের। অভিনেতাদের বৈঠকে তাদের কথাও উঠবে বলে মনে করা হচ্ছে। ১৯৬০ সালের পর হলিউডে এমন ধর্মঘট হয়নি। ধর্মঘট চলতে থাকলে ইন্ডাস্ট্রি স্তব্ধ হয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)