বিদ্রুপের মুখে ইন্দোশিয়ার গারুদা এয়ারলাইনস
১৯ জুলাই ২০১৯সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের হাসির খোরাক হয়ে উঠে এ ছবি৷
সিডনি থেকে ইন্দোনেশিয়া ফিরছিল বিমানটি৷ নিয়ম অনুযায়ী যাত্রীদের খাবার মেনু বিতরণ করছিলেন অ্যাটেন্ডেন্টরা৷ তবে এ খাবারের মেন্যুটি ছিল নোটবুকের কাগজে হাতে লেখা অক্ষরে৷ বিষয়টি নজরে আসে বিমানে থাকা রিউস ভেরনান্দেস নামে এক সোশ্যাল মিডিয়া একটিভিস্টের৷ হাতে লেখা মেনুর একটি ছবি তুলে তিনি আপলোড করেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে৷ রিউস ভেরনান্দেসের রয়েছে প্রায় এক লাখ ফলোয়ার৷ মুহূর্তের মধ্যেই মেন্যুর ছবি ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে৷ আর শুরু হয় গারুদা এয়ারলাইন্স নিয়ে কে হাস্যকর সব মন্তব্যের৷
তবে বিষয়টি মানতে পারেননি বিমান কর্তৃপক্ষ৷ নিজেদের টুইটার অ্যাকাউন্টে তারা দাবি করেন, হাতে লেখা এ মেন্যু যাত্রীদের জন্য নয় বরং ফ্লাইটকর্মীদের জন্য লেখা হয়েছিল৷ পাশাপাশি এ ঘটনার জন্য রিউস ভেরনান্দেসের বিরুদ্ধে একটি মানহানির মামলাও করেন তারা৷ শুধু কি তাই! বিমানের ভেতরে যাত্রীরা যেন ছবি তুলতে না পারে সে বিষয়ক নির্দেশনা দেয়া হয়৷
গারুদা কর্তৃপক্ষের এমন পদক্ষেপের প্রতিবাদ জানায় অনেকেই৷ নিজেদের ব্যর্থতা লুকাতেই নাকি এমন পদক্ষেপ নিয়েছে বিমান কর্তৃপক্ষ, দাবি তাদের৷ প্রতিবাদের মুখে পিছু হটেছেছে কর্তৃপক্ষ৷ তবে বিমানের ভেতরে ছবি উঠানোর সময় অন্যদের ব্যক্তিগত গোপনীয়তা বিষয়টিকে বিবেচনায় নিতে অনুরোধ জানায় যাত্রীদের৷
আরআর/কেএম (রয়টার্স, ডিপিএ)