1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বান্দরবানে গোলাগুলি, ৮ লাশ উদ্ধার

৭ এপ্রিল ২০২৩

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় দুটি সশস্ত্র সংগঠনের মধ্যে গোলাগুলির পর একটি পাড়া থেকে আটজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷

https://p.dw.com/p/4Por0
Symbolbild Patronenhülse
ছবি: JIRI HERA/Zoonar/picture alliance

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার খামতাং পাড়ায় এ ঘটনার পর জীবন বাঁচাতে অন্তত ৭০টির মতো নৃ-গোষ্ঠীর পরিবার এলাকা ছেড়ে যায়৷ 

শুক্রবার রোমা ও রোয়াংছড়ি উপজেলার সংযোগ সড়কের মাঝামাঝি খামতাং পাড়া থেকে গুলিবিদ্ধ এসব লাশ উদ্ধার করা হয় বলে জেলার পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম জানান৷

দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসপি বলেন, "দুটি সংগঠনের মধ্যে গোলাগুলি হয়েছে৷ খবর পেয়ে পুলিশ গিয়ে আটজনের মৃতদেহ দেখতে পায়৷ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়৷”

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ৷

রোয়াংছড়ি থানার ওসি আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, "আটটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে৷”

কাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানতে পারেননি ওসি৷  

খামতাং পাড়ার কারবারি মানিক খিয়াং বলেন, "গতকাল দুটি গোষ্ঠীর মধ্যে গোলাগুলি হয়েছে বলে শুনেছি৷ আজ পুলিশ এসে আটটি লাশ উদ্ধার করে নিয়ে গেছে৷ ভয়ে এলাকার ৭০টির মতো পরিবার এখন বাড়ি ছেড়ে চলে গেছে৷”

কাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে তা জানেন না বলেও জানান পাড়া কারবারি৷

পাশের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উ হ্লাং মং মার্মা বলেন, "এরই মধ্যে রুমা উপজেলা সদরের বম কমিউনিটি সেন্টারে ৪০ জন নারী ও শিশু এসে আশ্রয় নিয়েছে৷ তাদের নামের তালিকা করা হচ্ছে আরও আসছে বলে শুনেছি৷”

তাদের খাবারসহ আনুষঙ্গিক বিষয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ইউপি চেয়ারম্যান৷

পুলিশ জানিয়েছে, এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে৷ পাশাপাশি কারা এই গোলাগুলির ঘটনায় জড়িত তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে৷ 

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান