1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বান্দরবানে আবার জঙ্গিদের সঙ্গে র‌্যাবের গোলাগুলি

৭ ফেব্রুয়ারি ২০২৩

বান্দরবানের থানচি উপজেলায় জঙ্গি ও পাহাড়ি সশস্ত্র সংগঠনের সঙ্গে গোলাগুলির কথা জানিয়েছে র‌্যাব৷

https://p.dw.com/p/4NB0n
ছবি: picture-alliance/dpa

র‌্যাবের আইন ও গণমাধ্যম শেখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, থানচি উপজেলার রেমাক্রি ব্রিজ সংলগ্ন এলাকায় কী ঘটছে, সে বিষয়ে পরে তারা বিস্তারিত জানাবেন৷ 

র‌্যাবের আইন ও গণমাধ্যম শেখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বলেছেন, সেখানে আসলে কী ঘটছে, সে বিষয়ে পরে তারা আরও বিস্তারিত জানাবেন৷

এর আগে গত ২৩ জানুয়ারি নতুন জঙ্গি সংগঠন জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার শীর্ষ পর্যায়ের দুই নেতাকে গোলাবারুদসহ কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তারের খবর জানায় র‌্যাব৷ সেদিনও রোহিঙ্গা ক্যাম্পের বাইরে র‌্যাবের সঙ্গে জঙ্গিদের গোলাগুলি হয়েছিল৷ 

নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসারের সঙ্গে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ বা বম পার্টির সম্পৃক্ততার খবর গত অক্টোবরে জানিয়েছিল র‌্যাব৷ এরপর থেকে ধারাবাহিকভাবে কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসছে এই এলিট বাহিনী৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য