1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে একদিনে আক্রান্তের নতুন রেকর্ড

১০ মে ২০২০

রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ৮৮৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন৷ মারা গেছেন ১৪ জন৷

https://p.dw.com/p/3bzhl
সাম্প্রতিক ছবিছবি: bdnews24

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়৷ গত ২৪ ঘণ্টায় মোট ৩৬ টি ল্যাবে পাঁচ হাজার ৭৩৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তার মধ্যে ৮৮৭ জন কোভিড-১৯ ‘পজিটিভ' পাওয়া গেছে৷ আক্রান্তে এই সংখ্যাটি এখন পর্যন্ত সর্বোচ্চ৷ এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৬৫৭ জনে৷  

২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা ১৪ জনের মধ্যে ১০ জন পুরুষ ও চারজন নারী৷ এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ২২৮ জন৷ স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ২৪ ঘণ্টায় ২৩৬ জন সুস্থ হয়েছেন৷ মোট সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৬৫০ জনে৷

এফএস/এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য