1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুরু হচ্ছে ছবিমেলা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৪ জানুয়ারি ২০১৩

শুক্রবার শুরু হচ্ছে ছবিমেলা৷ ১৪ দিনের এই মেলায় বাংলাদেশসহ ২৪টি দেশের খ্যাতিমান আলোকচিত্রীদের ছবি প্রদর্শন করা হবে৷ থাকবে সেমিনার, কর্মশালা, আলোচনাসহ নানা আয়োজন৷ জানালেন মেলার পরিচালক ড. শহিদুল আলম৷

https://p.dw.com/p/17QTB
„The borders of the Global Village“ („Die Grenzen des globalen Dorfs“) lautet das Thema eines Vortrags des bengalischen Professors Shahidul Alam am Donnerstag, 3. Mai, auf der re:publica in Berlin. internationale Blogger-Konferenz re:publica in Berlin. Aufnahmedatum: 3. Mai 2012 Fotograf: DW/ Matthias Müller
ছবি: DW

ছবিমেলার এবারের আয়োজন বিশাল৷ রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় অন্তত ১১টি গ্যালারিতে প্রদর্শনী হবে৷ শুধু তাই নয়, ১০টি রিক্সা-ভ্যানে করে থাকবে ভ্রাম্যমাণ প্রদর্শনীও৷ ভ্রাম্যমাণ প্রদর্শনীর উদ্দেশ্য আলোকচিত্রীকে সাবার মাঝে ছড়িয়ে দেয়া৷ এটা যেন শুধুমাত্র কথিত ভদ্র শ্রেণির মধ্যে সীমাবদ্ধ না থাকে, সে চেষ্টা করা৷ এ কথা ডয়চে ভেলেকে জানালেন ছবিমেলার পরিচালক ড. শহিদুল আলম৷

Office of Drik, a photographic institute in Bangladesh. Schlagworte: Bangladesh, photography, Shahidul Alam, Drik
ড. শহিদুল আলম জানান, ১৯৯৫ সালে শুরু হয়ে প্রতি দু'বছর পর পর ঢাকায় এই মেলা বসেছবি: Harun Or Rashid Swapan

বাংলাদেশের আলোকচিত্র শিল্পীদের আগে দেশের বাইরে তাঁদের কাজ দেখানোর সুযোগ ছিল কম৷ তাই ছবিমেলা বিশ্বকে বাংলাদেশের কাছে নিয়ে এসেছে৷ এখানে শুধু প্রদর্শনী নয়, বিশ্ব বরেণ্য আলোকচিত্রীরা ছবি নিয়ে আলোচনা করবেন, কাজ দেখবেন, দেখাবেন৷ অর্থাৎ বাংলাদেশের আলোকচিত্রীরাও বিশ্বের আলোকচিত্র শিল্পীদের তাঁদের কাজ দেখানোর সুযোগ পাবেন৷ আর পাবেন পরামর্শ৷ সব মিলিয়ে ছবিমেলার ১৪ দিনের আয়োজন হবে বহুমাত্রিক৷

ড. শহিদুল আলম জানান, ১৯৯৫ সালে শুরু হয়ে প্রতি দু'বছর পর পর ঢাকায় এই মেলা বসে৷ আর বাংলাদেশের অনুসরণে এখন আরো অনেক দেশে ছবিমেলা হচ্ছে৷ ফেব্রুয়ারি মাসে লন্ডনে এ রকম আরো একটি মেলা বসবে ছবিমেলার উদ্যোগেই৷

BM/240113/Bericht Dhaka - MP3-Mono

ছবিমেলার প্রাণ পুরুষ ড. শহীদুল আলম৷ তবে নিজের কৃতিত্ব নিতে চান না এই বিনয়ী মানুষটি৷ তাঁর কথা, সবার চেষ্টাতেই এই অর্জন৷ বাংলাদেশের প্রখ্যাত ফটোসাংবাদিক এবং ডয়চে ভেলের সেরা ব্লগ পুরস্কার ‘দ্য ববস'-এর বাংলা ভাষার বিচারক জানান, ছবিকে তিনি শুধু ছবি হিসেবে দেখেন না৷ দেখেন সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে, দেখেন প্রতিবাদের ভাষা হিসবে৷ এবারের ছবিমেলার মূলভাবও তারই প্রমাণ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য