1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিপাকিস্তান

পাকিস্তান নির্বাচন: অর্ধেক আসনের ফলে এগিয়ে ইমরান সমর্থিতরা

৯ ফেব্রুয়ারি ২০২৪

পাকিস্তানে জাতীয় নির্বাচনে এখন পর্যন্ত অর্ধেক আসনের ফল ঘোষিত হয়েছে৷ এগিয়ে আছেন ইমরান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা৷

https://p.dw.com/p/4cCab
একটি কেন্দ্রে ব্যালট পেপার গণনা করছেন নির্বাচনের দায়িত্বরতরা
পাকিস্তানে ভোটের ফলাফল প্রকাশ হচ্ছে ধীর গতিতেছবি: Akhtar Soomro/REUTERS

পাকিস্তানের নির্বাচনে অর্ধেকের কিছু বেশি আসনের ঘোষিত ফলে বেশিরভাগে ইমরান সমর্থিত প্রার্থীরা জয় পেয়েছেন৷ দেশটির নির্বাচন কমিশন ঘোষিত ফলে ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রার্থীরা এখন পর্যন্ত ৪৮টি আসনে জয়লাভ করেছেন৷ অন্যদিকে সম্প্রচার মাধ্যমে জিও নিউজ জানিয়েছে ইমরানে স্বতন্ত্ররা ৭৪টিতে জয় পেয়েছে৷ 

সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) পেয়েছে ৪২ টি আসন৷ আর বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৩৪টি৷ 

বৃহস্পতিবার ২৬৫টি আসনের জনপ্রতিনিধি নির্বাচনে ভোট দিয়েছেন পাকিস্তানের নাগরিকেরা৷ বিশ্লেষকদের ধারণা এই নির্বাচনে এককভাবে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পাবে না৷ 

এর আগে ভোটপর্ব শেষ হয়েছে বৃহস্পতিবার বিকেল পাঁচটায়। তারপর ভোটগণনার কাজ খুবই ঢিমে গতিতে এগিয়েছে। শুক্রবার বিকেল পর্যন্ত সামান্য কিছু আসনের ফলাফল জানিয়েছে নির্বাচন কমিশন। 

তবে খুবই হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কখনো নওয়াজের দল এগোচ্ছে, কখনো পিপিপি, কখনো ইমরান খানের দল পিটিআই সমর্থিত নির্দলরা এগিয়ে যাচ্ছেন।

ভোটের ফল প্রকাশ হচ্ছে খুবই ধীরগতিতে। সে জন্যই ভোট শেষ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পরেও খুব বেশি আসনের ফলাফল জানা যায়নি।

পিটিআই নেতা ওমর আয়ুব খান অভিযোগ করেছেন, নির্বাচন পরবর্তী রিগিং হচ্ছে। তিনি রিটার্নিং অফিসারদের সতর্ক করে দিয়ে বলেছেন, তারা যেন এই ধরনের কোনো রিগিং না করেন।

রাওয়ালপিণ্ডির পিটিআই সমর্থিত প্রার্থী বশারত রাজা বলেছেন, এখানে ফলাফল নিয়ে কারচুপি করা হয়েছে। তিনি আসলে এই কেন্দ্রে ৫০ হাজার ভোটে জিতেছেন। তার প্রতিদ্বন্দ্বী কোনো ভোটকেন্দ্রেই লিড পাননি।

সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লাহোরের একটি কেন্দ্র থেকে জিতেছেন। নওয়াজ শরীফও সামান্য ভোটে জিতেছেন বলে জিও টিভি জানিয়েছে।

ইমরানের পিটিআই এবার দল হিসাবে লড়তে পারেনি। তবে তারা স্বতন্ত্র বা নির্দলদের সমর্থন করেছে। নির্দলরা ভোটে লড়েছেন। প্রাথমিক ফলে দেখা যাচ্ছে, পিটিআই সমর্থিত নির্দলরা নওয়াজ শরীফ ও ভুট্টোর দলকে রীতিমতো প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ফেলেছেন।

১০ ঘণ্টা পর

ভোট শেষ হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর প্রথম চারটি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোট সেষ হয়েছিল বিকেল পাঁচটার সময়। প্রথম ফলাফল ঘোষণা করা হয় রাত তিনটের সময়। তারপর থেকেই প্রশ্ন উঠেছে, ফলপ্রকাশে এত দেরি হলো কেন?

ভোটগণনার সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলেছেন, ইন্টারনেট সমস্যার জন্য ভোটগণনার ক্ষেত্রে এত দেরি হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভোটের সময় নিরাপত্তা নিশ্চিত করতেই ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে রাখা হয়েছিল।

আর পিটিআইসহ কয়েকটি দলের অভিযোগ, ভোট-পরবর্তী রিগিংয়ের জন্য এত দেরি করা হয়েছে। 

শুক্রবার সকালেও ভোটের জয়পরাজয়ের ঘোষণা খুবই ধীরগতিতে আসছে। 

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স, ডন)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান