1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিনাইজেরিয়া

নাইজেরিয়ায় সশস্ত্র আক্রমণকারীদের গুলিতে মৃত শতাধিক

২৬ ডিসেম্বর ২০২৩

মধ্য নাইজেরিয়ায় এই ঘটনা ঘটেছে। পরিকল্পনা করে এই কাজ করা হয়েছে বলে প্রশাসনের দাবি।

https://p.dw.com/p/4aZln
নাইজেরিয়ার প্ল্যাটুতে গুলি
আক্রমণকারীদের গুলিতে শতাধিক মানুষের মৃত্যুছবি: Kola Sulaimon/AFP/Getty Images

গোটা সপ্তাহান্তজুড়ে সশস্ত্র গ্যাং এই কাণ্ড ঘটিয়েছে বলে নাইজেরিয়ার প্রশাসন দাবি করেছে। এখনো পর্যন্ত ঘটনায় ১১৩ জন নিহত হয়েছেন, আহত তিনশোরও বেশি। মধ্য নাইজেরিয়ার প্ল্যাটু অঞ্চলে এই ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে প্রশাসন জানিয়েছিল, ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। কিন্তু সোমবার জানা যায়, মৃতের সংখ্যা শতাধিক। আহতরা হাসপাতালে ভর্তি।

নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৪৩

মেষপালক এবং চাষীদের মধ্যে নিয়মিত লড়াই চলতে থাকে প্ল্যাটুতে। গত এক বছরে একাধিকবার এখানে গ্যাং-যুদ্ধ হয়েছে। এদিনের ঘটনাও তেমনই বলে মনে করা হচ্ছে। প্রশাসন জানিয়েছে, অন্তত ২০টি গোষ্ঠীর উপর আক্রমণ চালিয়েছে আক্রমণকারী গ্যাং। নির্বিচারে গুলি চালানো হয়েছে। শিশু-নারী কাউকে বাদ দেওয়া হয়নি।

স্থানীয় গভর্নর জানিয়েছেন, সাধারণ মানুষের উপর এমন আক্রমণ বরদাস্ত করা হবে না। দ্রুত আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রশ্ন উঠছে, গত এক বছর ধরে বার বার এমন ঘটনা ঘটা সত্ত্বেও কেন প্রশাসন এতদিন কোনো ব্যবস্থা নিল না।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, এই ঘটনা আবার প্রমাণ করল যে নাইজেরিয়ার সরকার দেশের মানুষকে রক্ষা করতে ব্যর্থ।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)