নাইজেরিয়ায় বাড়ি ভেঙে মৃত অন্তত দুই
২৫ আগস্ট ২০২৩বৃহস্পতিবার এই বাড়িটি ভেঙে পড়ে। বুধবার থেকে সেখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তারপরেই বাড়িটি ভাঙে বলে এক প্রত্যক্ষদর্শী সংবাদসংস্থা এএফপি-কে জানিয়েছেন। আবুজার ঘণবসতিপূর্ণ গারকি জেলায় এই ঘটনা ঘটেছে।
এই বাড়িতে কয়েকটি দোকান ছিল। মানুষও থাকতেন।
উদ্ধারকাজ চলছে
উদ্ধারকারী দল এলিভেটর ও বুলডোজার দিয়ে ধ্বংসস্তূপ সরাচ্ছে।
নাইজেরিয়ার ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির মুখপাত্র এনকেচি ইসা সংবাদসংস্থা এপি-কে জানিয়েছেন, এখনও পর্যন্ত ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে, তারা বেঁচে আছেন। যতক্ষণ পুরো ধ্বংসস্তূপ সাফ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা কাজ করে যাবেন। তবে দুজনের মৃতদেহও তারা উদ্ধার করেছেন।
যারা এখনো ধ্বংসস্তূপের তলায় আছেন বলে মনে করা হচ্ছে, তারা সম্ভবত বাড়ির মাঝখানে ছিলেন।
নাইজেরিয়ায় বাড়ি ধসে পড়ার ঘটনা প্রায়ই ঘটে। অভিযোগ, সরকারি কর্মকর্তারা বাড়ি বানাবার নিয়ম কড়াভাবে রূপায়ণ করেন না। ফলে বাড়ির কাঁচামাল ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি অবহেলিত থাকে। তারজন্য সেখানে এত বাড়ি ভাঙে।
জিএইচ/এসজি (এপি, রয়টার্স)