যুক্তরাজ্যের ইতিবাচক আর্থিক প্রস্তাব
৩০ নভেম্বর ২০১৭যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদ সংস্থার সূত্রমতে, ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে আসার জন্য ‘ডিভোর্স বিল' বা ‘বিচ্ছেদ খরচ' নিয়ে সমঝোতার খুব কাছাকাছি ব্রিটেন৷ বিবিসি, ফিন্যান্সিয়াল টাইমস, গার্ডিয়ানসহ বেশ কয়েকটি সংবাদপত্রে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে৷ প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, গত সপ্তাহে যুক্তরাজ্য কেবিনেট মিটিং-এ ‘বিচ্ছেদ খরচ' আগের তুলনায় অনেক বাড়িয়েছে, যা ইইউ-র প্রত্যাশার প্রায় কাছাকাছি৷ তবে এ পরিমাণ কত, তা জানা যায়নি৷ ইইউ কূটনীতিকদের মতে, ২০১৯ সালে ইইউ থেকে বেরিয়ে যেতে দরকষাকষির পরও যুক্তরাজ্যকে প্রায় ৫০ বিলিয়ন পাউন্ড পরিশোধ করতে হতে পারে৷
ব্রেক্সিট বিষয়ক প্রধান আলোচক মিশেল বার্নিয়ে বলেন, ‘‘এ বিষয়টা নিয়ে আমরা সত্যি সত্যিই অনেক খাটছি৷ আশা করি আপনাদের জানাতে পারবো যে আমরা একটা সমঝোতায় পৌঁছাতে পেরেছি৷'' যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানানো হয়নি, তবে প্রতিবেদনে বলা হচ্ছে, ডিসেম্বর ৪ তারিখে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে ও ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট জঁ-ক্লোদ ইয়ুঙ্কারের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের আগে আর্থিক লেনদেনের ক্ষেত্রে এটি উল্লেখযোগ্য অগ্রগতি৷
ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্কচ্ছেদের অন্যতম শর্ত হিসেবে যুক্তরাজ্যকে একটি নির্ধারিত পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে৷ তবে সে অর্থের পরিমাণ কত হবে, তা নিয়ে এখনো সমাধানে পৌঁছানো যায়নি৷ ‘ডিভোর্স বিল' নিয়ে মিমাংসার পর ব্রেক্সিট আলোচনার পরবর্তী ধাপে নাগরিকদের অধিকার এবং ইইউ-এর সদস্যদেশ স্বাধীন আয়ারল্যান্ড এবং যুক্তরাজ্যের অংশ নর্দান আয়ারল্যান্ড সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে৷
সব ঠিকঠাক থাকলে ডিসেম্বর ১৪ এবং ১৫ তারিখ ইউরোপীয় কাউন্সিলের সভায় সংশ্লিষ্ট নেতৃবৃন্দের উপস্থিতিতে ব্রেক্সিট আলোচনা পৌঁছাবে পরবর্তী ধাপে৷ যদিও আইরিশ সরকার ব্রেক্সিট আলোচনায় যুক্তরাজ্যের অবস্থানে অসন্তুষ্ট হয়ে মিশেল বার্নিয়ের প্রতি অনাপত্তি না জানাতে অনুরোধ করতে পারে, যার অর্থ দাঁড়াবে ব্রেক্সিট বিষয়ে সমঝোতার সম্ভাবনা পেছাবে আরও৷
তবে সে সম্ভাবনা রয়েছে কিনা, তা জানা যাবে ডিসেম্বর ৪ তারিখে যুক্তরাজ্য ও ইউরোপীয় কমিশন প্রধানের বৈঠকের পরই৷
আরএন/ডিজি