ঝাপোরিজ্ঝিয়াতে আরো এগোলো ইউক্রেনের সেনা
২৮ আগস্ট ২০২৩ইউক্রেনের সামরিক মুখপাত্র জানিয়েছেন, দক্ষিণ ঝাপোরিজ্ঝিয়াতে তারা রাশিয়ার প্রতিরোধ ভেঙে এগোতে সক্ষম হয়েছেন। তারা এবার মোভোপ্রোকোপিভকা দখল করতে চাইছে।
ইউক্রেনের এই দাবি স্বাধীনভাবে যাচাই করে দেখা সম্ভব হয়নি। তবে সমর বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইউক্রেন আবার রোবোটাইন দখল করতে পেরেছে।
এর আগে ইউক্রেনের সেনা টোকমাক শহর দখল করে আরো এগিয়ে মেলিটিপোলও দখল করেছিল। ইউক্রেন চাইছে, ক্রাইমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগ ছিন্ন করে দিতে।
মস্কোর কাছে আবার ড্রোন ঝ্বংস
রাশিয়া জানিয়েছে, শনিবার রাতে মস্কো ও অন্যান্য জায়গায় ড্রোন হামলার চেষ্টা হয়েছিল। কিন্তু সেই সব ড্রোনগুলি ধ্বংস করা হয়েছে।
সংবাদসংস্থা তাস জানিয়েছে, মস্কোর বিমানবন্দরগুলি কিছুক্ষণ বন্ধ রাখা হয়েছিল। ইউক্রেন সীমান্তেও বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল।
মস্কোর মেয়র জানিয়েছেন, ক্রেমলিন থেকে ৫০ কিলোমিটার দূরে ড্রোনগুলি ছিল। সেগুলিকে ধ্বংস করা হয়েছে।
ইউক্রেনের সীমান্তের গ্রাম কুপিনোতেও ড্রোন ধ্বংস করা হয়েছে বলে রাশিয়া দাবি করেছে।
প্রিগোঝিনই মৃত
বিমান দুর্ঘটনা নিয়ে রাশিয়ার তদন্ত রিপোর্ট সামনে এল। সেখানে বলা হয়েছে, বিমান দুর্ঘটনায় প্রিগোঝিন মারা গেছেন।
তদন্তকারী দল জানিয়েছে, মৃত দশজনের ডিএনএ পরীক্ষা হয়েছে। তার থেকেই বোঝা গেছে, মৃতদের মধ্যে বেসামরিক বাহিনী ভাগনার-এর প্রধান প্রিগোঝিনও ছিলেন।
এছাড়া ভাগনার বাহিনীর অন্যতম প্রতিষ্ঠাতা দিমিত্রি উতকিনও বিমান দুর্ঘটনায় মারা গেছেন বলে জানানো হয়েছে।
জিএইচ/এ,জি(এপি, এএফপি, রয়টার্স)