1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ২০২৩ সালে সবচেয়ে কম বিবাহবিচ্ছেদ

৩০ জুন ২০২৪

জার্মানির কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস ডেস্টাটিস বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৩ সালে জার্মানিতে বিবাহবিচ্ছেদের সংখ্যা ১৯৯০ সালের পর যে-কোনো বছরের তুলনায় কম ছিল৷

https://p.dw.com/p/4hgaj
বিচ্ছেদের প্রতীকী ছবি
অর্ধেকেরও বেশি ক্ষেত্রে, বিবাহবিচ্ছেদকারী দম্পতির অন্তত একটি সন্তান ছিল, যে এখনও অপ্রাপ্তবয়স্ক। ছবি: Ingrid Balabanova/Zoonar/picture alliance

২০২৩ সালে প্রায় এক লাখ ২৯ হাজার বিবাহবিচ্ছেদ হয়েছে৷ ২০২২ সালের তুলনায় সংখ্যাটি আট হাজার ৩০০ কম৷

২০২৩ সালে বিবাহবিচ্ছেদ হওয়া দম্পতির অর্ধেকের বেশি দম্পতির সন্তানেরা অপ্রাপ্তবয়স্ক ছিল৷ বিচ্ছেদ হওয়া ৪৮.৮ শতাংশ দম্পতির এক সন্তান, ৩৯.৭ দম্পতির দুই সন্তান ও ১১.৫ শতাংশ দম্পতির তিন বা তার বেশি সন্তান রয়েছে৷ প্রায় এক লাখ নয় হাজার ৬০০ অপ্রাপ্তবয়স্কের উপর তাদের বাবা-মার বিচ্ছেদের প্রভাব পড়েছে৷

২০২৩ সালে বিচ্ছেদ হওয়া দম্পতিরা গড়ে ১৪ বছর নয় মাস বৈবাহিক সম্পর্কে ছিলেন৷ আর বিচ্ছেদ হওয়া ১৭ শতাংশ দম্পতি ২৫ বা তার বেশি সময় বৈবাহিক সম্পর্কে ছিলেন৷

বিয়েও কমেছে

২০২৩ সালে জার্মানিতে তিন লাখ ৬১ হাজার বিয়ে হয়েছে, যা ১৯৫০ সালে তথ্য সংগ্রহ শুরুর পর থেকে দ্বিতীয় সর্বনিম্ন৷ ২০২১ সালে সবচেয়ে কম বিয়ে হয়েছে৷ সংখ্যাটি ছিল তিন লাখ ৫৭ হাজার ৭৮৫৷

২০২২ সালে বিয়ের সংখ্যা ছিল তিন লাখ ৯০ হাজার ৭৪৩৷

কীভাবে প্রেম করে জার্মানরা?

রিচার্ড কনর/জেডএইচ