1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাতারের বিপক্ষে সেনেগালের জয়, ওয়েলসের বিপক্ষে ইরানের চমক

২৫ নভেম্বর ২০২২

কাতার বিশ্বকাপে সেনেগাল ও ইরান তাদের প্রথম জয় পেয়েছে৷ স্বাগতিক কাতারকে সেনেগাল সহজে হারালেও ওয়েলস হেরে গেছে ইরানের কাছে৷

https://p.dw.com/p/4K5LA
তৃতীয় গোলের পর সেনেগালের খেলোয়াড়দের উল্লাস
তৃতীয় গোলের পর সেনেগালের খেলোয়াড়দের উল্লাসছবি: Petr Josek/AP Photo/picture alliance

দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক কাতারকে ৩-১ গোলে হারিয়েছে আফ্রিকার দেশ সেনেগাল৷ প্রথম ম্যাচে পরাজিত হলেও দ্বিতীয় ম্যাচে তারা দারুণভাবে ফিরে আসে৷ প্রথমার্ধে আফ্রিকান চ্যাম্পিয়নরা এক গোলে এগিয়ে থাকে৷ সেনেগালের হয়ে প্রথম গোলটা করেন বুলায়ে দিয়া৷  

দ্বিতীয়ার্ধের তিন মিনিটে আরেকটি গোল পায় সেনেগাল৷ তবে ৭৮ মিনিটে গোল করে ব্যবধান কমিয়ে ফেলে কাতার৷ এরপর কাতার দুটি ভালো সুযোগ তৈরি করলেও গোলরক্ষকের অসাধারণ নৈপুণ্যে গোল করতে ব্যর্থ হয়৷ 

খেলার ৮৩ মিনিটে সেনেগাল আরেকটি গোল করলে স্বাগতিকদের পরাজয় নিশ্চিত হয়ে যায়৷ দ্বিতীয় হারের ফলে এবারের বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার দ্বারপ্রান্তে কাতার৷ 

দিনের প্রথম খেলায় ওয়েলসকে ২-০ গোলে হারায় ইরান৷ কাতার বিশ্বকাপে অসাধারণ এক জয় এনে দেয়া ম্যাচের দুটি গোলই হয়েছে ১০ জনের ওয়েলসের বিপক্ষে, তিন মিনিটের ব্যবধানে, ইনজুরি টাইমে৷ 

দুদল আক্রমণ পাল্টা আক্রমণ করে ম্যাচ শুরু করলেও প্রথমার্ধে কেউ গোল করতে পারেনি৷ খেলার ১৫ মিনিটে ইরানের পাল্টা আক্রমণে আলী ঘোলিজাদে গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়৷ 

ম্যাচ শেষে জয় উদযাপন করছেন ইরানের ফুটবলাররা
ম্যাচ শেষে জয় উদযাপন করছেন ইরানের ফুটবলাররাছবি: Pavel Golovkin/AP Photo/picture alliance

দ্বিতীয়ার্ধে খেলা বেশ জমে ওঠে৷ ইরান একের পর এক আক্রমণ করতে থাকে৷ ৫১ মিনিটে ১০ সেকেন্ডের ব্যবধানে আজমুন ও ঘোলিজাদের পরপর দুটি বল বারে লেগে ফিরে না এলে ইরান ১-০ গোলে এগিয়ে যেতে পারতো৷ ৭২ মিনিটে ইরানের আরেকটি শট ওয়েলসের গোলকিপার ঠেকিয়ে দেয়৷ 

অন্যদিকে, ওয়েলস বেশি সময় বলের নিয়ন্ত্রণ রাখলেও সে অর্থে তারা গোলের ভালো সুযোগ তৈরি করতে পারেনি৷ 

দ্বিতীয়ার্ধের ৮৪ মিনিটে খেলার মোড় ঘুরে যায় ওয়েলসের গোলরক্ষক ডিবক্সের বাইরে এসে ফাউল করলে৷ রেফারি তাকে লালকার্ড দেখান৷ ফলে বাকি সময় ওয়েলস ১০ জন নিয়ে খেলে৷ তবে নির্ধারিত সময়ের মাঝে ইরান গোল করতে ব্যর্থ হলে খেলোয়াড়রা অনেকটা হতাশ হয়ে যায়৷ খেলা গড়ায় ইনজুরি টাইমে৷ 

চেশমি ৯৮ মিনিটে দুর্দান্ত এক শটে গোল করলে ইরান ১-০ তে এগিয়ে যায়৷ এসময় মনে হচ্ছিল রেফরি যেকোনো সময় শেষ বাঁশি বাজাবেন৷ তবে ১০১ মিনিটে ইরান আরেকটি গোল পেয়ে যায় ১০ জন নিয়ে খেলা ওয়েলস পাল্টা একটি আক্রমণ রুখতে ব্যর্থ হলে৷ দ্বিতীয় গোলটি আসে রামিনের পা থেকে৷

একেএ/এসিবি