1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়েলসের বিপক্ষে ইরানের দাপুটে জয়

২৫ নভেম্বর ২০২২

ওয়েলসকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে ইরান। কাতার বিশ্বকাপে অসাধারণ এক জয় এনে দেয়া ম্যাচের দুটি গোলই হয়েছে ১০ জনের ওয়েলসের বিপক্ষে, তিন মিনিটের ব্যবধানে, ইনজুরি টাইমে।

https://p.dw.com/p/4K4kU
ওয়েলসের বিরুদ্ধে প্রথম গোলের পর ইরানের উল্লাস
ওয়েলসের বিরুদ্ধে প্রথম গোলের পর ইরানের উল্লাসছবি: Francisco Seco/AP Photo/picture alliance

দুদল আক্রমণ পাল্টা আক্রমণ করে ম্যাচ শুরু করলেও প্রথমার্ধে কেউ গোল করতে পারেনি। খেলার ১৫ মিনিটে ইরানের পাল্টা আক্রমণে আলী ঘোলিজাদে গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।

দ্বিতীয়ার্ধে খেলা বেশ জমে ওঠে। ইরান একের পর এক আক্রমণ করতে থাকে। ৫১ মিনিটে ১০ সেকেন্ডের ব্যবধানে আজমুন ও ঘোলিজাদের পরপর দুটি বল বারে লেগে ফিরে না এলে ইরান ১-০ গোলে এগিয়ে যেতে পারতো। ৭২ মিনিটে ইরানের আরেকটি শট ওয়েলসের গোলকিপার ঠেকিয়ে দেয়।

অন্যদিকে, ওয়েলস বেশি সময় বলের নিয়ন্ত্রণ রাখলেও সে অর্থে তারা গোলের ভালো সুযোগ তৈরি করতে পারেনি।

ইরান ও ওয়েলসের মধ্যকার ম্যাচের একটি দৃশ্য
ইরান ও ওয়েলসের মধ্যকার ম্যাচের একটি দৃশ্যছবি: Francisco Seco/AP Photo/picture alliance

দ্বিতীয়ার্ধের ৮৪ মিনিটে খেলার মোড় ঘুরে যায় ওয়েলসের গোলরক্ষক ডিবক্সের বাইরে এসে ফাউল করলে। রেফারি তাকে লালকার্ড দেখান। ফলে বাকি সময় ওয়েলস ১০ জন নিয়ে খেলে। তবে নির্ধারিত সময়ের মাঝে ইরান গোল করতে ব্যর্থ হলে খেলোয়াড়রা অনেকটা হতাশ হয়ে যায়। খেলা গড়ায় ইনজুরি টাইমে।

চেশমি ৯৮ মিনিটে দুর্দান্ত এক শটে গোল করলে ইরান ১-০ তে এগিয়ে যায়। এসময় মনে হচ্ছিল রেফরি যেকোনো সময় শেষ বাঁশি বাজাবেন। তবে ১০১ মিনিটে ইরান আরেকটি গোল পেয়ে যায় ১০ জন নিয়ে খেলা ওয়েলস পাল্টা একটি আক্রমণ রুখতে ব্যর্থ হলে। দ্বিতীয় গোলটি আসে রামিনের পা থেকে।

ইরান তাদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর ওয়েলসের সাথে ম্যাচটি হয়ে ওঠে বাঁচামরার লড়াই। নিজেদের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ দিকে পেনাল্টি থেকে গ্যারেথ বেল গোল করলে ম্যাচটি ১-১-এ ড্র হয়।

দিনের দ্বিতীয় ম্যাচে বিশ্বকাপের মঞ্চে টিকে থাকতে লড়ছে স্বাগতিক কাতার ও আফ্রিকার ফেভারিট সেনেগাল। হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছে দল দুটি।