1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পৃথিবীর শেষ দিন!

২০ ডিসেম্বর ২০১২

২১শে ডিসেম্বর, শুক্রবার, বাংলাদেশ সময় বিকাল পাঁচটা ১২৷ হতে পারে আমার, আপনার জীবনের শেষ মুহূর্ত৷ অন্তত মায়া সভ্যতার দিনপঞ্জি তাই বলে৷ তবে বিজ্ঞানীরা বলছেন এটা তো সত্য নয়ই, বরং হতে পারে এক ধরণের ব্যবসায়িক বুদ্ধি৷

https://p.dw.com/p/176Db
ছবি: Gary - Fotolia.com

একটা সময় ছিল যখন মায়া সভ্যতার বেশ নাম ছিল৷ বর্তমান মেক্সিকোর দক্ষিণাঞ্চল ও মধ্য অ্যামেরিকার কিছু অংশ মিলে ছিল তাদের বসবাস৷ হায়ারোগ্লিফিক লেখা ও জ্যোর্তিবিদ্যায় তারা পারদর্শী ছিল৷ সেই মায়া সভ্যতার দিনপঞ্জি অনুযায়ী এ বছরের ২১শে ডিসেম্বর পৃথিবীর শেষ দিন৷

আসলে মায়াদের দিনপঞ্জিটা ৫,১২৫ বছরের৷ সে হিসেবে ২১শে ডিসেম্বরের পর আর কোনো দিন নেই৷ তাই এদিন যেভাবেই হোক পৃথিবী ধ্বংস হবে বলে অনেক মায়ার বিশ্বাস৷ সেটা হতে পারে কাল্পনিক কোনো গ্রহের সঙ্গে ধাক্কা লেগে বা অন্য কোনো উপায়ে৷

তবে মার্কিন মহাকাশ সংস্থা নাসা এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘চার বিলিয়ন বছরেরও বেশি সময় ধরে আমাদের বিশ্ব ঠিকঠাক মতোই চলছে৷ বিশ্বের বিজ্ঞানীদের কাছে ২০১২ সালে সম্ভাব্য হুমকির কোনো তথ্য নেই৷''

Kunst Kultur Mexiko
মায়া সভ্যতার নিদর্শনছবি: Gerardo Borbolla/Fotolia

তাই বলে থেমে নেই মানুষের উৎসাহ৷ জীবনের শেষ দিনটা উপভোগ করতে সারা বিশ্ব থেকে অনেক পর্যটক এখন জড়ো হয়েছেন মেক্সিকোর ইউকাটান রাজ্যে, যেখানে উৎসবের আয়োজন করা হয়েছে৷ মেক্সিকো সরকার আশা করছে, শুক্রবার সেখানে প্রায় দুই লক্ষ পর্যটকের সমাগম হবে৷

তবে মায়াদের সবাই যে পৃথিবী ধ্বংসের কথা বিশ্বাস করেন তা নয়৷ যেমন পানি বিক্রেতা জুলিয়ান নোহুইকাব৷ শুক্রবার সম্পর্কে তিনি বলেন, ‘‘এটা ব্যবসা করার দিন৷ আমার কাছে এটা অন্য আরেকটা সাধারণ দিনের মতোই৷''

এই ব্যবসায়ের ঢেউ আছড়ে পড়েছে সার্বিয়ার পাহাড়ি অঞ্চলেও৷ সেখানকার মানুষও জীবনের শেষ দিনটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ‘মাউন্ট টানস' পাহাড়ে কাটানোর পরিকল্পনা করছে৷

এদিকে, আর্জেন্টিনার কর্দোভা রাজ্যের একটি পবিত্র পাহাড়ে উঠে লাফিয়ে পড়ার আহ্বান জানিয়েছে ফেসবুকের একটি গ্রুপ৷ তারা বলছে, জীবনতো চলেই যাবে৷ তার চেয়ে ভালো লাফিয়ে পড়ে জীবন দেয়া৷ তাতে স্রষ্টা খুশি হবেন৷ বলা বাহুল্য, স্থানীয় পুলিশ এই গণ আত্মহত্যা রুখতে ঐ পাহাড়ে ওঠার পথ বন্ধ করে দিয়েছে৷

জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য