1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আর মাত্র দেড় বছর, তারপর শেষ পৃথিবী!

১০ জুলাই ২০১১

পর্যটন এখন একটা বড় শিল্প৷ বিশ্বের অনেক দেশই আছে যাদের আয়ের একটা বড় উৎস হলো এই শিল্প৷ আবার অনেক দেশ আছে যারা এই খাত থেকে আরও কীভাবে অর্থ উপার্জন করা যায় সেই চেষ্টায় ব্যস্ত৷ এসব দেশের মধ্যে মেক্সিকো একটি৷

https://p.dw.com/p/11sMr
পর্যটনে মেক্সিকো চায় গতিছবি: Fotolia/Barbara Helgason

তারা মায়া সভ্যতার একটি বিশ্বাসকে কাজে লাগিয়ে আয় বাড়াতে চাইছে৷ ২৫০ থেকে ৯০০ খ্রিস্টাব্দ পর্যন্ত এই সভ্যতা টিকে ছিল৷ বর্তমানের মেক্সিকো, গুয়াতেমালা, বেলিজ এসব দেশে মায়াদের বাস ছিল বলে ধারণা করা হয়৷

মায়াদের মধ্যে একটা মিথ বা বিশ্বাস প্রচলিত ছিল৷ তারা মনে করতো ২০১২ সালের ২১ ডিসেম্বর পৃথিবীর শেষ দিন৷ অর্থাৎ তাদের হিসেবে এই মহাবিশ্ব ধ্বংস হতে আর মাত্র দেড় বছরেরও কম সময় বাকী!

এই মিথটাকেই কাজে লাগাতে চাইছে মেক্সিকো৷ সেজন্য এখন থেকেই এই মিথের কথা ছড়িয়ে দিয়ে বিশ্ববাসীকে মায়া সভ্যতার প্রতি আকৃষ্ট করতে চাইছে৷

সেটা সম্ভব হলে মায়া সভ্যতার নিদর্শন দেখতে দলে দলে লোকজন মেক্সিকোতে যাবে, এই আশা মেক্সিকোর পর্যটন বিশেষজ্ঞদের৷ তাই আগামী ১৮ মাস ধরে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে৷ সম্প্রতি আনুষ্ঠানিকভাবে সেই কর্মসূচির উদ্বোধন করেছেন সেদেশের প্রেসিডেন্ট ফেলিপ কাল্ডেরন৷

The Earth completely casts its shadow over the moon in a Total Lunar Eclipse as seen in Manila, Philippines before dawn Thursday June 16, 2011. The total lunar eclipse was also visible in most parts of Asia. (Foto:Bullit Marquez/AP/dapd)
২০১২ সালের ২১ ডিসেম্বর এই পৃথিবী নামের গ্রহটি ধ্বংস হয়ে যাবে..বিশ্বাস করত ময়ারা৷ছবি: dapd

এই সময়ে ৫০০'রও বেশি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে৷ সঙ্গে থাকবে মায়া সভ্যতার নিদর্শন নিয়ে আন্তর্জাতিক প্রদর্শনী, সম্মেলন, নতুন নতুন প্রত্নতাত্ত্বিক স্থান ও জাদুঘরের উদ্বোধন৷

‘ন্যাশনাল মিউজিয়াম অব অ্যানথ্রোপোলজি এন্ড হিস্ট্রি' এই কর্মসূচির আয়োজক৷

মেক্সিকোর পর্যটনমন্ত্রী গ্লোরিয়া গুয়েভারা বলছেন এটা সাংস্কৃতিক পর্যটনের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে৷

তবে বিশেষজ্ঞরা কিন্তু মায়াদের মিথের ব্যাপারে একটু অন্যরকম কথা বলছেন৷ তাদের দাবি, পৃথিবীর শেষ দিন হিসেবে মায়ারা নির্দিষ্ট করে ঐ তারিখের কথা বলেনি৷ বরং মায়ারা বলেছে যে, ২০১২ সালের ২১ ডিসেম্বর তাদের সময় গণনার শেষ হবে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

আছে যাদের আয়ের একটা বড় উৎস হলো এই শিল্প৷ আবার অনেক দেশ আছে যারা এই খাত থেকে আরও কীভাবে অর্থ উপার্জন করা যায় সেই চেষ্টায় ব্যস্ত৷ এসব দেশের মধ্যে মেক্সিকো একটি৷