1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘নারী উদ্যোক্তারা শিকার হচ্ছেন দুর্নীতির’

৮ মার্চ ২০১২

বাংলাদেশে নারী উদ্যোক্তারা প্রচলিত সূচিকর্ম আর বুটিকের গন্ডি ছাড়িয়ে অটোমোইল ও প্রকৌশলের মত ভারী শিল্পে প্রবেশ করছেন৷ প্রায় ১০ হাজার নারী উদ্যেক্তা এখন একই ছাতার নীচে সংগঠিত হয়েছেন৷

https://p.dw.com/p/14HDy
ছবি: AP

সেলিমা আহমেদ বাংলাদেশের শীর্ষ নারী উদ্যোক্তাদের একজন৷ তিনি অটোমাবাইল শিল্পের সঙ্গে জড়িত৷ নিটল-নিলয় শিল্প গ্রুপের ভাইস প্রেসিডেন্ট৷ আর বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি'র সভাপতি৷ তিনি ডয়চে ভলেকে জানান, নারী উদ্যোক্তারা এখন আর সেলাই বা বুটিক নিয়েই পড়ে নেই৷ তারা এখন ভারী শিল্পেও প্রবেশ করছে৷ তিনি জানান, তাদের উইমেন চেম্বারের সদস্য ৩ হাজার হলেও ১০ হাজার নারী উদ্যোক্তার সঙ্গে তারা যোগাযোগ রাখছেন৷

সেলিমা আহমেদ জানান, নারী উদ্যোক্তাদের সার্বিক চিত্র আশাব্যঞ্জক হলেও ব্যাংক ঋণের ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হচ্ছেন৷ আর এই বৈষম্য কাটিয়ে উঠতে তারা নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণও দিচ্ছেন৷ আর প্রশাসনিক ক্ষেত্রে নারী উদ্যোক্তারা শিকার হচ্ছন দুর্নীতির৷ এর সঙ্গে নিরাপত্তা, সামাজিক বৈষম্য, যোগাযোগ সঙ্কট তাদের সামনে বাধা হয়ে উঠেছে৷

সেলিমা আহমেদ আরো জানান যে, তারপরও সব মিলিয়ে এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা৷ এখন অনেক নারীই পড়াশুনা শেষ করে ব্যবসায়ী বা শিল্প উদ্যোক্তা হিসেবে কেরিয়ার গড়ার স্বপ্ন দেখেন৷ আগে যা চিন্তাও করা যেতনা৷ আর গ্রামীন নারীদের বড় একটি অংশ ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য